সকল মেনু

অর্ধ-কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার

এসএস মিঠু , জয়পুরহাট, ১০ ফেব্রুয়ারি (হটনিউজ24বিডি):  জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাঁচগাছি গ্রামের একটি পুকুর থেকে কষ্টি পাথরের তৈরি প্রাচীনকালের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত এ মূর্তিটির ওজন ৯৩কেজি। এটি লম্বায় ৪ফুট ও প্রস্থে ২১ ইঞ্চি। মূতিটির আনুমানিক মূল্য ধরা হয়েছে অর্ধ-কোটি টাকা।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল জানান, সোমবার সকালে ওই গ্রামের তাজের আলী নামে এক ব্যক্তি তার পুকুরে মাছ ধরতে গেলে মুর্তিটি মাছ ধরার জালে আটকায়। পরে তারা মোবাইল ফোনে পুলিশকে খবর দিলে পুলিশ সদস্যরা গিয়ে পুকুর থেকে মুর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।পরে প্রাচীন মূর্তিটি স্থানীয় স্বর্ণকারকে ডেকে নিয়ে পরীক্ষা করিয়ে এটি কষ্টি পাথরের প্রাচীন মূর্তি বলে নিশ্চিত হয়েছে পুলিশ।

পুলিশের ধারনা, সংঘবদ্ধ মূর্তি পাচার চক্র মূল্যবান এ এ প্রাচীন মূতির্টি ভারতে পাচারের উদ্দেশ্যে হয়তো গোপনে ওই পুকুরে লুকিয়ে রাখা হয়েছিল ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top