সকল মেনু

রাজধানীতে গাড়ি ছিনতাই চক্রের ১২ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার: গাড়ি চুরির একটি বিশাল সিন্ডিকেট রাজধানীসহ সারা দেশে যত্রতত্র ভাবে দাপিয়ে বেড়াচ্ছে। এ চক্রের হাত থেকে নিস্তার নেই গাড়ির মালিকের। তারা সুযোগ বুঝে অফিস, বাণিজ্যিক ভবনের সামনে অথবা রাস্তার পাশে  পার্কিং প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজি, মোটর সাইকেলসহ বিভিন্ন গাড়ি চুরির পর জনসুমুক্ষের সামনে দিয়ে পালিয়ে যায়। কিন্ত চুরির ঘটনায় কারো বোঝার উপায় নেই কে কার গাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছে। এমনকি এ চক্রের সদস্যরা বাড়ির গ্যারেজে রাখা গাড়ি পর্যন্ত চুরি করে থাকে। গাড়ি চোরাই সিন্ডিকেট হোতাসহ এর সদস্যদের ধরার জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পাশাপাশি সকল আইনশৃঙ্খলা“ক্ষাকারী বাহিনীর আভিযান ছিল অব্যাহত। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার গোয়েন্দা পুলিশ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাড়ি চুরি সিন্ডিকেটের ১২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছেন। গতকাল ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে গণমাধ্যেম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) কৃষ্ণ পদ রায়। তিরি আরো জানান এ সময় উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত দুটি মাইক্রোবাস ও চারটি সিএনজিচালিত আটোরিক্সাসহ চেতনা নাশক ট্যাবলেট। তিনি জানান, গোপন খবরের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে  বৃহস্পতিবার শেরেবাংলা নগর থানাধীন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের সামনে থেকে অটোরিক্সা চোর চক্রের সাত জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন সুমন (২৮), আমিন (২৪), আব্দুস সালাম (৩০), মিজান (২৫), জসিম (২৪), আমির হোসেন (২৭) এবং সাহাদত হোসেন (২২)। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় গাড়ি ছিনতাই ও চুরির কাজে  ব্যবহৃত ১১০টি চেতনানাশক ট্যাবলেট, একটি চায়ের ফ্লাক্স ও ২ টি,টোরাই করা  সিএনজি গাড়ি। তিনি আরো জানান, আটকৃত গাড়ি ছিনতাইকারীদের দেয়া তথ্যের ভিত্তিতে কামরাঙ্গীরচর এলাকা থেকে আরো দুটি সিএনজি গাড়ি উদ্ধার করা হয়। এর আগে গত ৫ ফেব্রƒয়ারী বরিশাল ও চট্রগ্রামে অভিযান চালিয়ে  গ্রেফতার করা হয় শামীম, মিজান, সাইফুল ইসলাম, খলিল মিয়া ও আলমগীর হোসেনকে। তাদের দেয়া তথ্যানুযায়ী গোয়েন্দা পুলিশ চট্রগ্রামের পাহাড়তলীথেকে একটি এক্স নোয়া মাইক্রোবাস ও খুলশী এলাকা থেকে সাদা রংয়ের একটি মাইক্রোবাস উদ্ধার করেন বলে তিনি জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top