সকল মেনু

ছাত্রলীগ নেতাকর্মীদের বির্তকিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান

রাজশাহী : রাজশাহী ছাত্রলীগ নেতাকর্মীদের বিতর্কিত কর্মকা- থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। রাজশাহীর চারঘাটে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নগরীতে ছাত্রলীগের প্রচার মিছিল শেষে সমাবেশে এ আহ্বান জানান তিনি।

শুক্রবার সন্ধ্যায় নগর ছাত্রলীগ ওই কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে সিদ্দিকী নাজমুল আলম বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা বিতর্কিত কর্মকা-ে জড়িয়ে পড়লে তা মিডিয়ায় ফলাও করে প্রকাশিত হয়। এতে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রীসহ দলের নেতারা বিব্রত হন।

ছাত্রলীগ আদর্শের রাজনীতি করে উল্লেখ করে তিনি বলেন, রাজশাহীর ছাত্রলীগ নেতাকর্মীদের বিতর্কিত কর্মকা- থেকে বিরত থাকতে হবে।

মহানগর ছাত্রলীগের সভাপতি শরিফুজ্জামান শরিফের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি রোকনুজ্জামান রিন্টু, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি নিজানুর রহমান রানা, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর তৌহিদুর রহমান কিটু, জেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারদিন প্রমুখ।

এর আগে নগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। পরে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top