সকল মেনু

এক মাসের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি

আগামী ১ মাসের মধ্যে নার্স নিয়োগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা বাস্তবায়নসহ নার্সিং শিক্ষায় বিদ্যমান বৈষম্য বাতিল করা না হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে জানিয়েছেন বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

রাজধানীর জাতীয় শহীদ মিনারে শুক্রবার বিকেলে আয়োজিত এক সমাবেশ থেকে এ ঘোষণা দেন তারা।

সমাবেশে অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য মাসুদ রানা বিভিন্ন দাবি তুলে ধরে বলেন, ‘চলতি সংসদ অধিবেশনেই ১০ হাজার নার্স নিয়োগের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি যারা এইচএসসি পাস করে ৩ বছর মেয়াদী নার্সিং ডিল্পোমা কোর্স করেছেন তাদের স্নাতক বা সমমানের ডিগ্রি দিতে হবে।’

তিনি বলেন, ‘নার্সিং নিয়োগ বিধি সংশোধনসহ নার্সদের উচ্চশিক্ষার সুযাগ করে দিতে হবে। এ ছাড়াও ভুয়া নার্সদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে আইন করে আমাদের দাবি পূরণ করতে হবে।’

আগামী ১ মাসের মধ্যে সরকারের প্রতি দাবি পূরণের আহ্বান জানিয়ে অ্যাসোসিয়েশনের সভাপতি সোহানা খানম ইতি বলেন, ‘এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আমরা কঠোর আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হব।’

রাস্তায় নেমে আন্দোলন না করলে দাবি পূরণ হয়না মন্তব্য করে অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য মোঃ লতিফ বলেন, ‘আমরা নার্স, আমরা আন্দোলন করতে চাই না। তবে দাবি পূরণ না হলে কর্মবিরতিসহ কঠোর আন্দোলন কর্মসূচি পালন করতে আমরা বাধ্য হব।’

আগামী জুন-জুলাই মাসে নতুন নার্স নিয়োগ করা হবে জানিয়ে অ্যাসোসিয়েশনের মহাসচিব ফারুক হোসাইন বলেন, ‘এখন থেকে সংগঠিত না হলে আমাদের দাবি পূরণ হবে না। তাই দাবি আদায়ের জন্য আপনাদের অবশ্যই সংগঠনের পাশে থাকতে হবে।’

তবে দাবি আদায়ে আন্দোলনের প্রয়োজন নেই জানিয়ে অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব আসাদুজ্জামন জুয়েল বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি পৌঁছাতে পারলেই তা পূরণ হয়ে যাবে বলে আমার বিশ্বাস। এর জন্য কঠোর আন্দোলন কর্মসূচি না করলেও হবে। প্রধানমন্ত্রী আমাদের প্রতি আন্তরিক। আমার মনে হয় আপনাদের দাবি প্রধানমন্ত্রীর কাছে ঠিকমতো পৌঁছাতে পারেননি।’

অ্যাসোসিয়েশনের আতিরিক্ত মহাসচিব মোঃ খাদেমুল ইসলামের উপস্থাপনায় সমাবেশে সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং ২ ঘন্টা ব্যাপী সবাবেশে অ্যাসোসিয়েশনের প্রায় ১০০ জন সদস্য উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top