সকল মেনু

কবিতা লিখছেন চঞ্চল চৌধুরী

বিনোদন ডেস্ক, ঢাকা: কবিতা লিখছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। কাজ-কর্ম সব ছেড়ে দিয়ে তিনি কবিতা লিখছেন কবি তকমা যোগ করার প্রয়াসে।

জানা গেছে, তার এক কাছের বড় ভাই কবি। তার কবিতার ভক্ত অনেক মেয়ে। ক্ষণে ক্ষণে তার কাছে ফোন করে মেয়ে ভক্তরা। আর তাই দেখে কবি হওয়ার স্বপ্নে বিভোর হন চঞ্চল। তার কবিতার প্রেমে পড়ে অনেক মেয়ে ভক্ত জোটাতে চান তিনি। কিন্তু কবিতা লেখা কী এতটাই সহজ! চাইলেই হয়ে যাওয়া যায় কবি?

এমন কিছু বিষয় নিয়ে মিনহাজুল ইসলাম অভির পরিচালনায় ‘একদিন কবির সাথে’ শিরোনামের টেলিফিল্ম। এই টেলিফিল্মে চঞ্চলকে দেখা যাবে একজন কবি হিসেবে।

কবি চরিত্রে এর আগেও চঞ্চল অভিনয় করেছেন। তবে এবারের কবি হওয়াটা একটু অন্যরকম। কবি চরিত্রে অভিনয় নিয়ে চঞ্চল বলেন, ‘নিজের ভেতরে নেই কিন্তু এরকম অনেক কিছুই করতে চাই আমরা। মনে করি ইচ্ছা করলেই অনেক কিছুই করা বা হওয়া সম্ভব। সৃষ্টিশীল কাজ চাইলেই হয় না। এটা ভেতরে যেমন থাকতে হয় তেমনি যোগ্যতাও অর্জন করতে হয়। এটাই টেলিফিল্মটির মূল কথা। নাটকের ম্যাসেজটা আমার খুবই ভালো লেগেছে।’

চরিত্রে প্রবেশ করা নিয়ে তিনি বলেন, বরাবরই আমি চরিত্রে ঢুকে কাজ করতে চেষ্টা করি। এখানেও তাই হয়েছে। যখন চরিত্রে ঢুকে গেলাম দেখি অনেক সংলাপই গড় গড় করে কণ্ঠনালী দিয়ে বেরিয়ে আসছে।’

এই ধরনের চরিত্রে অভিনয় নিয়ে চঞ্চল আরো বলেন, ‘এর আগে আরো দু’বার কবি হয়েছিলাম। তবে এবারের কবি অন্য দু’বারের কবির চেয়ে অন্যরকম। এই নাটকের সহ অভিনেতারা প্রত্যেকেই খুব ভালো করেছেন। আর পরিচালক মিনহাজুল ইসলাম অভির সাথে এটাই আমার প্রথম কাজ। কাজ করে ভালো লেগেছে।’

চঞ্চল ছাড়াও এই নাটকে অভিনয় করেছেন জেনি, শিরিন আলম, মনির জামান, রাখি, আক্তারুজ্জামান মন্ডল প্রমুখ।

কর্মা প্রডাকশনের ব্যানারে নির্মিত ‘একদিন কবির সাথে’ খুব শিগগিরই কোনো একটি চ্যানেলে প্রচারিত হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top