সকল মেনু

আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে পরিচিত-শিল্পমন্ত্রী

 ক্যাম্পাস প্রতিবেদক, ঢাবি, ৭ ফেব্রুয়ারি :  বাংলাদেশ এখন ভারত থেকে অর্থনৈতিক দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ। বর্তমানে বিশ্বে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে পরিচিত। উত্তরাঞ্চলকে অর্থনৈতিক মন্দার অঞ্চল বলা হলেও বর্তমানে দেশে কোনো মন্দা নেই।শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ অর্থনীতি শিক্ষক সমিতির জাতীয় সম্মেলনে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হরতাল ও অবরোধের নামে দেশে মধ্যযুগীয় বর্বরতা চালিয়েছে একটি অপশক্তি। এ বর্বরতায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা থেকে আমরা ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছি। যারা এসব বর্বরতার সঙ্গে জড়িত তাদেরকে জনগণ ধিক্কার জানিয়েছে, সামাজিকভাবে বয়কট করেছে। তিনি বলেন, অর্থনীতি নিয়ে অনেকেই অনেক কথা বলে থাকে। আমেরিকার মতো একটি অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণ দেশ লক্ষাধিক শ্রমিক ছাঁটাই করলেও বাংলাদেশ সরকার কোনো শ্রমিক ছাঁটাই করেনি বলে দাবি করেন তিনি। বাংলাদেশ অর্থনীতি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এটিএম জহুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মহিবুর রহমান, ঢাবি প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল আমিন প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top