সকল মেনু

ভারতের জিএসপি বাংলাদেশের হুমকি;মপেক্টরের সঙ্গে বিজিএমইএর চুক্তি স্বাক্ষর

 অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকা, ৬ ফেব্রুয়ারি :  চলতি বছরের প্রথম দিকে ইউরোপের বাজারে পাকিস্তান জিএসপি-সুবিধা পেয়েছে। ভারতও পেতে যাচ্ছে এই সুবিধা। এতে বাংলাদেশ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে। বলেছেন বিজিএমইএর সভাপতি মো. আতিকুল ইসলাম। বাংলাদেশের পোশাকশিল্প-মালিকরা আশঙ্কা করছেন, ভারতের এই জিএসপি-সুবিধা বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের জন্য হুমকিস্বরূপ । বৃহস্পতিবার বিজিএমইএ বিশ্বব্যাপী শ্রমিকদের মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠন ইমপেক্টরের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে। অনুষ্ঠানে বিজিএমইএর সভাপতি মো. আতিকুল ইসলাম বলেন, ‘পাকিস্তান জিএসপি-সুবিধা পেয়ে গেছে, ইউরোপীয় ইউনিয়নে ভারত জিএসপি-সুবিধা পেলে বাংলাদেশের পোশাকশিল্পের জন্য তা ব্যাড নিউজ।’ যুক্তরাষ্ট্রের জিএসপির ফিরে পাওয়ার ব্যাপারে আতিকুল ইসলাম বলেন, ‘১০ বছর আগের কারখানা আর আজকের কারখানা এক নয়। দিন দিন কারখানা পরিবেশের উন্নতি করছে। কারখানায় এখন অ্যাপয়েন্টমেন্ট কার্ড দেওয়া হচ্ছে। ন্যূনতম মজুরি বাড়ানো হয়েছে। সবাই শুধু কমপ্লায়েন্টসের কথা বলছেন। আমাদের ভালো কারখানাও রয়েছে।’ কারখানার পরিবেশ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গার্মেন্টস শিল্পে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এ সেক্টরের সমস্যা এক রাতেই সমাধান হওয়ার নয়। তিনি আরো বলেন, ‘বায়াররা পোশাকের কোনো মূল্য বাড়ায়নি বরং তারা বলে তোমার দেশে রাজনৈতিক সমস্যা। আমরা থাকব না। আমরা অন্য দেশে চলে যাব। আমরা যদি সবাই একসঙ্গে কাজ করতে না পারি, তাহলে এ শিল্প লন্ডভন্ড হয়ে যাবে।’ এ সময় তিনি আরো বলেন, ‘ট্রেড ইউনিয়ন নিয়ে অনেক কথা হয়। রানা প্লাজা ধসের সময় ট্রেড ইউনিয়ন ছিল ৩৫টি। এখন বেড়ে হয়েছে ৯৬টি। আরো ৬৬টি ইউনিয়নপাইপ লাইনে আছে।’ ইমপেক্ট বাংলাদেশের চেয়ারম্যান রোজি হার্ট বলেন, ‘এই চুক্তি করাতে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা চাই, বিজিএমইএর সঙ্গে কাজ করে কারখানায় উৎপাদন বাড়ানোসহ অন্যান্য সহায়তা করে বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে। আশা করছি, আমাদের উদ্যোগ সফল হবে।’ উল্লেখ্য, এই চুক্তির মাধ্যমে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ২০০ কারখানায় নিরাপত্তা উন্নয়ন ও উৎপাদনক্ষমতা বাড়াতে বিজিএমইএর সঙ্গে যৌথভাবে কাজ করবে ইমপেক্ট। এরই মধ্যে ৪৫টি কারখানায় এসব সুবিধা দিয়েছে ইমপেক্ট। বিজিএমইএর সহসভাপতি এম এ মান্নান কচি, ব্রিটিশ সরকারের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা ডিএফআইডির প্রধান সারা কুক, বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top