সকল মেনু

স্বাধীনতার ৪২ বছরেও সার্টিফিকেট মেলেনি মুক্তিযোদ্ধা আব্বাসের

ডিজার হোসেন বাদশা,পঞ্চগড় প্রতিনিধি: স্বাধীনতা লাভের ৪৩ বছর পেরিয়ে গেলেও মুক্তিযোদ্ধা হিসেবে স্বিকৃতি মেলেনি  মুক্তিযোদ্ধা আব্বাস আলীর । থানা মুক্তিযোদ্ধা সংসদের প্রত্যয়ন পত্র ছাড়াও মুক্তিযোদ্ধাদের তালিকায় তার সিরিয়াল ২৭ । ৬৭ বছরের এই মুক্তিযোদ্ধার বাড়ি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার থানাপাড়া গ্রামে। সরেজমিনে তার বাড়িতে গিয়ে দেখা যায় অনেক পুরোনো একটি ইটের ঘরে স্বামী স্ত্রী মিলে বাস করছেন তিনি। ছেলে মেয়েরা বড় হওয়ায় তারা আলাদা বাড়িতে থাকে। ফলে দুবেলা খেয়ে পরে থাকাটা এখন অনেক কঠিন হয়ে পড়েছে। যে কোন সময় ইটের ঘরটিও ভেঙ্গে পড়তে পারে। আব্বাস আলী জানান তিনি ৪র্থ ইষ্টবেঙ্গল রেজিমেন্টের একজন সৈনিক ছিলেন। ২৭ মার্চ তিনি ছুটিতে গ্রামের বাড়িতে অবস্থান কালে রেওিতে শেখমুজিবের পক্ষে জিয়াউর রহমানের ভাষণ শোনেন। ২৯ মার্চ নিকটবর্তী ঠাকুরগাঁও নাইন উইং ইপিআর হেডকোয়ার্টারে যোগদান করেন। ৯ মাসে তিনি দেমের বিভিন্ন এলাকায় যুদ্ধে অংশ নেন। ইপিআর সুবেদার বদিউজ্জামানের নেতৃত্বে তিনি নিলফামারী এলাকায় খান সেনাদের সাথে সম্মুখ যুদ্ধে অংশ নেন এবং ১১ জন খান সেনাকে হত্যা করেন। মুক্তিযোদ্ধা হিসেবে তিনি এখনো মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের সার্টিফিকেট বা সুযোগ সুবিধার কোন কিছুই পাননি। এব্যাপারে তিনি চেষ্টা করেছেন কিনা জিজ্ঞেস করা হলে তিনি
জানান, সার্টিফিকেট এবং ভাতা ব্যবস্থা করে দেয়ার নাম করে বহুজনে বহু টাকা নিয়েছে,মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের বারান্দায় ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থেকেছেন, থানা কমান্ডার জেলা কমান্ডাররা আশ্বাস দিয়ে গেছে কিন্তু আজও কিছু পাননি তিনি । তিনি  বলেন মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে, স্বীকৃতি টা দেখে যেতে পারলে শান্তি পেতাম। এব্যাপারে থানা মুক্তিযোদ্ধা কমান্ডার স্বদেশ চন্দ্র রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আব্বাস আলী একজন মুক্তিযোদ্ধা ছিলেন, সার্টিফিকেট এর ব্যাপারে তাকেই যোগাযোগ করতে হবে । মুক্তিযোদ্ধা আব্বাস আলীর বড় ছেলে শাহেদ সাফায়েদ একজন কবি। তিনি বলেন, বাবার মুক্তিযোদ্ধা হিসেবে সাটিৃফিকেট তার প্রাপ্য। কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে একরণেীর নোংরা মানুষ
রিতীমত ব্যবসা পাতি জুড়ে বসেছেন। অদুর ভবিষ্যতে এটি দেশেরজন্য ভয়ানক পরিনতি ডেকে আনবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top