সকল মেনু

দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন ১ লাখ ১৮ হাজার ৫৫৫ জন

 কুরবান আলী, দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে আগামী রোববার থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষায়
রংপুর বিভাগের ৮ জেলার ২ হাজার ৫০৭টি স্কুলের ১ লাখ ১৮ হাজার ৫৫৫ জন পরীক্ষার্থী ২২৪টি কেন্দ্রে পরীক্ষা দেবেন। দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান জানান, আগামী ৯ ফেব্র“য়ারী রোববার থেকে চলতি ২০১৪ সালের এসএসসি পরীক্ষায় ১ লাখ ১৮ হাজার ৫৫৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ৬০ হাজার ৪৭৮ জন ছাত্র ও ৫৮ হাজার ৭৭ জন ছাত্রী। গতবারের তুলনায় এবার ১৬ হাজার ৮০২ জন পরীক্ষার্থী ও ১৬টি কেন্দ্র বেড়েছে। এসএসসি পরীক্ষায় বিজ্ঞান শাখায় ৪৬ হাজার ২২৪ জন পরীক্ষার্থী।  এর মধ্যে ২৮ হাজার ২২০ জন ছাত্র ও ১৮ হাজার ৪ জন ছাত্রী। মানবিক শাখায় পরীক্ষা দেবেন ৬৪ হাজার ৭০৭ জন। এর মধ্যে ২৭ হাজার ৩৩ জন ছাত্র ও ৩৭ হাজার ৬৭৪ জন ছাত্রী। ব্যবসায় শিক্ষা শাখায় ৭ হাজার ৬২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ হাজার ২২৫ জন ছাত্র ও ২ হাজার ৩৯৯ জন ছাত্রী। দিনাজপুর শিক্ষা বোর্ডের আওতাভুক্ত রংপুর বিভাগের ৮টি জেলার পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে রংপুরে ২০ হাজার ৩৭৬ জন, গাইবান্ধায় ১৫ হাজার ১৮০ জন, নীলফামারীতে ১২ হাজার ৭৮০ জন, কুড়িগ্রামে ১৪ হাজার ৩৮৪ জন, লালমনিহাটে ৯ হাজার ৬২৪ জন, দিনাজপুরে ২৩ হাজার ৯৫৫ জন, ঠাকুরগাঁওয়ে ১২ হাজার ৮৯৭ জন এবং পঞ্চগড়ে জেলায় ৯ হাজার ৩৫৯ জন। শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান জানান, সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি চুড়ান্ত করা হয়েছে। কলেজ শিক্ষকদের সমন্বয়ে ১৯৭টি, শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের নিয়ে ৭টি এবং অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও অধ্যাপকদের নিয়ে ৩টি মোট ২০৭টি ভিজিলেন্স টিম গঠন করা  হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top