সকল মেনু

৬.১ মাত্রার ভূমিকম্প ইন্দোনেশিয়ায়

 ডেস্ক রিপোর্ট,ঢাকা, ৪ ফেব্রুয়ারি :  ইন্দোনেশিয়ায় পূর্বাঞ্চলে মঙ্গলবার সকালে ৬.১ মাত্রার একটি শক্তিশালী ভুমিকম্প আঘাত হেনেছে। তবে এতে সুনামি সতর্কতা জারি করা হয়নি। খবরটি জানিয়েছেন মার্কিন জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা ৩৬ মিনিটে এ ভূমিকম্পটি আঘাত হানে। বান্দা সমুদ্র বন্দর থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১৮ কিলোমিটার। ভূমিকম্পরের কারণে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সামান্য ক্ষতি হয়েছে। চলতি বছর জানুয়ারিতে ৬.১ মাত্রার ভূমিকম্প হয়েছিল। এতে ঘর বাড়ির ব্যাপক ক্ষতি সাধন হয়েছিল। এর আগে ২০১৩ সালের জুনে আচেহ প্রদেশে ৬.১ মাত্রার ভূমিকম্প হয়েছিল। এতে ৩৫ জনের পাণহানি ঘটেছিল। সূত্র : এবিসি নিউজ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top