সকল মেনু

১২৫ কোটি ডলার জানুয়ারিতে রেমিট্যান্স

 অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকা, ৪ ফেব্রুয়ারি :   চলতি বছরের জানুয়ারি মাসে রেমিট্যান্স এসেছে ১২৫ কোটি ডলার। আর আগের বছরের একই মাসে রেমিট্যান্স এসেছিল ১৩২ কোটি। ২০১৩ সালের জানুয়ারির তুলনায় এই জানুয়ারি মাসে রেমিট্যান্স কমেছে ৮ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গত ডিসেম্বর মাসে রেমিট্যান্স এসেছিল ১২১ কোটি ২১ হাজার ডলার। আগের অর্থবছরের একই মাসে এসেছিল ১২৮ কোটি ৭৩ লাখ ডলার। আগের বছরের ডিসেম্বরের তুলনায় রেমিট্যান্স কমেছে ৭ কোটি ৫২ লাখ ডলার। প্রথম সাত (জুলাই-জানুয়ারি) মাসে মোট রেমিট্যান্স এসেছে ৮০২ কোটি ২৩ লাখ মর্কিন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ৮৭৭ কোটি ডলার। চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে রেমিট্যান্স কমেছে ৭৪ কোটি ৭৭ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, জনশক্তি রফতানি হ্রাস, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া রাজনৈতিক অস্থিরতা, বেসরকারি পর্যায়ে জনশক্তি রফতানিতে অনীহার জন্যই রেমিট্যান্স প্রবাহ কমেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top