সকল মেনু

কঠোর কর্মসূচিশি গগির আসছে

 নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ৩ ফেব্রুয়ারি :  অব্যাহত স্বৈরাচারী মনোভাব ও অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদে শিগগির কঠোর আন্দোলন কর্মসূচি আসছে বলে আগাম হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। একই সঙ্গে সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিবাদ সমাবেশের অনুমতি না পাওয়ায় মঙ্গলবার ঢাকার প্রতিটি থানায় বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির  যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারকে গলায় গামছা দিয়ে না নামানো পর্যন্ত আন্দোলন চলবে। রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রিজভী বলেন, এখন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী মুখে কুলুপ দিয়েছেন। তারা এ বিষয়ে কোনো কথা বলছেন না। সরকার সন্ত্রাস করে ক্ষমতায় টিকে থাকতে চায় উল্লেখ করে তিনি আরো বলেন, তারা বিদেশি প্রভুদের আশীর্বাদ পাচ্ছে। জনগণের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। রিজভী অভিযোগ করেন, সারা দেশে অনুগত আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে বিএনপির নেতৃত্বাধীন ১৯ দলীয় জোটের নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। নির্যাতনের মাত্রা বাড়ানো হয়েছে। তিনি আরো বলেন, অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে আর্তি জানানোর আর কোনো জায়গাও নেই। রিজভী বলেন, বিএনপির বিরুদ্ধে বিভিন্ন অপবাদ দিয়েও যখন জনসমর্থন কমানো যায়নি, তখন জনগণের ওপর প্রতিশোধ নিতে নির্যাতনের মাত্রা বাড়ানো হয়েছে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দলের শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top