সকল মেনু

চেয়ারম্যান পদে ২৪ জন ভাইস চেয়ারম্যান পদে ২৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৪

কুরবান আলী, দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুরের ৪টি উপজেলা বীরগঞ্জ, বিরামপুর, চিরিরবন্দর ও ঘোড়াঘাটে চেয়ারম্যান পদে ২৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন রোববার মনোনয়নপত্র দাখিল করেছেন। আওয়ামী লীগ ও বিএনপি’র একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছেন। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা
ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, বিরামপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, চিরিরবন্দর উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং ঘোড়াঘাট উপজেলায়  চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী রোববার মনোনয়নপত্র দাখিল করেন। বীরগঞ্জ উপজেলা: বীরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৮ জন প্রার্থী। এরা হচ্ছেন আওয়ামী লীগের মোঃ আমিনুল ইসলাম, বিএনপি’র এ্যাডঃ মফিজউদ্দীন চৌধুরী, বর্তমান চেয়ারম্যান
স্বতন্ত্রপ্রার্থী আখতারুল ইসলাম চৌধুরী বাবুল, বিএনপি’র বিদ্রোহী প্রার্থী উপজেলা সভাপতি আলহাজ্ব মঞ্জুরুল ইসলাম মনজু ও রেজওয়ানুল ইসলাম রিজু, জামায়াতের প্রার্থী ডা. কেএম কুতুবউদ্দীন এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দীনেশ চন্দ্র মহন্ত ও মোজাহার আলী। ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী হলেন আওয়ামী লীগের গোপাল দেব শর্মা, জামায়াতের একেএম কাওছার, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দবিরউদ্দীন, মোঃ লিমন ও মোস্তাফিজুর রহমান বাবলু এবং জাতীয় পার্টির আব্দুল বারিক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৪ জন প্রার্থী। এরা হলেন আওয়ামী লীগের অনিতা রায়, জামায়াতের সেলিনা জনের মনোনয়নপত্র দাখিল আখতার, আওয়ামী লীগের বিদ্রোহী নীলা রাণীরায় এবং বিএনপি’র  শাহনাজ পারভিন। চিরিরবন্দর উপজেলা: চিরিরবন্দর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী ৫ জন হলেন আওয়ামী লীগের মোঃ তারিকুল ইসলাম তারিক, বর্তমান উপজেলা চেয়ারম্যান জামায়াতের আফতাব উদ্দীন মোল্লা, বিএনপি প্রার্থী মোঃ মজিবর রহমান শাহ মজিদুর ও মোঃ রেজাউল করিম এবং জাতীয়তাবাদী ফ্রন্টের মোঃ মোস্তাকিম হোসেন। ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী হলেন আওয়ামী লীগের আবু হান্নান মোঃ সাদেক, বিএনপি প্রার্থী মোঃ নুর আলম সরকার দুলু ও সৈয়দ মোঃ খালিদ হোসেন, আওয়ামী লীগের বিদ্রোহী মোঃ আবু সাঈদ কাজী, জাতীয় পার্টির শ্রী কমল রায় ও স্বতন্ত্র প্রার্থি মোঃ দুলাল আসাদুজ্জামান চৌধুরী।  মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী ৩ জন হলেন  আওয়ামী লীগের তরবালা রায়, জামায়াতের সালমা খাতুন ও বিএনপি’র রাশেদা আলম।

বিরামপুর উপজেলা: বিরামপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে আওয়ামী লীগের ৩ জন, বিএনপি’র ২ জন ও
জামায়াতের ১ জন রয়েছেন। আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী হচ্ছেন আলহাজ্ব পারভেজ কবির। আর ২ বিদ্রোহী প্রার্থী হচ্ছেন পিতা-পুত্র বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌরমেয়র হোসেন আলী সরকার ও তার পুত্র আওয়ামী লীগ নেতা আলহাজ্ব  লিয়াকত আলী টুটুল। বিএনপি সমর্থিত প্রার্থী হচ্ছেন প্রভাষক দবিরুল ইসলাম ও বিদ্রোহী প্রার্থী মোঃ রুবেল চৌধুরী। জামায়াতের সমর্থিত প্রার্থী মুহাদ্দিস এনামুল হক। ভাইস চেয়ারম্যান পদে  ৫ জন প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগের মনসুর আলম, বিএনপি’র এ্যাডঃ রতন ও দেলোয়ার হোসেন মোল্লা, জামায়াতের মকছেদ আলী ও  স্বতন্ত্র সিরাজুল ইসলাম। ৩ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন বিএনপি’র কুলছুম বানু, মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির জিন্নাতুন নেসা ও জামায়াতের গুলনাহার।

ঘোড়াঘাট উপজেলা: ঘোড়াঘাট উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিলকারী ৫ জন হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান স্বতন্ত্রপ্রার্থী কাজী শুভ রহমান চৌধুরী,
আওয়ামী লীগের রাফে খন্দকার শাহেনশাহ, বিএনপি’র শাহ মোঃ শামীম হোসেন চৌধুরী ও বিএনপি’র বিদ্রোহী প্রার্থী মাসুদুর রহমান এবং সাম্যবাদী দলের আশরাফউদ্দীন। ৭ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী হলেন বিএনপি’র শরিফউদ্দীন, আওয়ামী লীগের আনোয়ারুল ইসলাম, জাতীয় পার্টির সাজেদুর রহমান পলাশ, জামায়াতের আলমগীর হোসেন আলম এবং স্বতন্ত্রপ্রার্থী মোস্তাফিজুর রহমান, মাহফুজুর রহমান ও আবু সাঈদ চৌধুরী। মহিলা ভাইস চেয়ারম্যানে পদে ৪ জন প্রার্থী
হচ্ছেন আওয়ামী লীগের মাজেদা বেগম, জামায়াতের মনোয়ারা বেগম, আদিবাসী রশিনা সরেন ও স্বতন্ত্র ফেরদৌসী বেগম বিলকিস।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top