সকল মেনু

সন্ধ্যায় বসছে রাবি সিন্ডিকেট, আন্দোলনে ‘থাকছে’ শিক্ষার্থীরা

রাবি প্রতিনিধি,হটনিউজ২৪বিডি.কম,রাজশাহী: বর্ধিত ফি ও সান্ধ্যকোর্স বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর অস্ত্র হাতে ছাত্রলীগকর্মীদের হামলার পর সন্ধ্যায় সিন্ডিকেটের জরুরি বৈঠক ডেকেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রশাসনের মদদ ছিল অভিযোগ করে ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কয়েক প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালায় ছাত্রলীগকর্মীরা। এ সময় অস্ত্র হাতে তাদের গুলিও ছুড়তে দেখা যায়।এই হামলা এবং পুলিশের রাবার বুলেট ও টিয়ারশেলে আহত হন অর্ধশতাধিক শিক্ষার্থী।  বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সারওয়ার জাহান সজল হটনিউজ২৪বিডি.কমকে বলেন, “আমরা সন্ধ্যা ৭ টায় সিন্ডিকেটের জরুরি বৈঠক ডেকেছি। সেখানেই বিশ্ববিদ্যালয় প্রশাসন পরবর্তী সিদ্ধান্ত নেবে। তিনি জানান, নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে বিজিবি মোতায়েনের যে খবর কয়েকটি গণমাধ্যম দিয়েছে তা সঠিক নয়। এদিকে সোমবারও ধর্মঘট কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিকেল পৌনে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কয়েক হাজার শিক্ষার্থীর এক সমাবেশে আন্দোলন চালিয়ে যাওয়ার এই ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আহসান হাবিব রকি।তিনি বলেন, “প্রশাসনের মদদে যে হামলা আজ হয়েছে তা অত্যন্ত ন্যাক্কারজনক। হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি না দেয়া পর্যন্ত বর্ধিত ফি ও সান্ধ্যকোর্স বাতিলের দাবিতে আমরা আন্দোলন চালিয়ে যাব।”বিশ্ববিদ্যালয় প্রশাসন আবাসিক হল বন্ধ করে দিলেও ক্যাম্পাসে অবস্থান নিয়ে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। সমাবেশ শেষ শিক্ষার্থীরা মিছিল করে হলে ফিরে যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top