সকল মেনু

ইনকিলাব ছাপাখানা খুলে দেওয়া হলো

 নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ১ ফেব্রুয়ারি : দৈনিক ইনকিলাব পত্রিকাটি পুনরায় প্রকাশের অনুমিত পেল। শনিবার সন্ধ্যায় পত্রিকাটির ছাপাখানা খুলে দেওয়া হয়েছে। ফলে পত্রিকাটি প্রকাশে আর কোনো প্রতিবন্ধকতা রইল না। পত্রিকাটির সিনিয়র রিপোর্টার আফজাল বারী জানান, গোয়েন্দা পুলিশের (ডিবি) ইন্সপেক্টর ফিরোজের নেতৃত্বে একটি দল সিলগালা করা ছাপাখানাটি সন্ধ্যা পৌনে ৭টায় খুলে দিয়ে গেছে। আগামী সোমবার থেকে পত্রিকা প্রকাশিত হবে বলে জানান তিনি।ইন্সপেক্টর ফিরোজ ইনকিলাবের বিরুদ্ধে আইসিটি আইনে করা মামলার তদন্ত কর্মকর্তা। উল্লেখ, সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযান নিয়ে একটি খবর প্রকাশ করেছিল পত্রিকাটি। ১৬ জানুয়ারির পত্রিকায় প্রকাশিত এই খবরকে ভিত্তিহীন ও বানোয়াট দাবি করে পুলিশের পক্ষ থেকে ওয়ারী থানায় ওইদিনই মামলা হয়। মামলার পর পরই পত্রিকাটিতে ডিবি পুলিশ অভিযান চালায় এবং সিলগালা করে দেওয়া হয় এর ছাপাখানা। আটক করা হয় তিন সাংবাদিককেও। সেই থেকে পত্রিকাটি ছাপা হয়নি। তবে অনলাইন সংস্করণ চালু ছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top