সকল মেনু

যাত্রা শুরু দশম সংসদের

 সংসদ রিপোর্টার, ঢাকা, ২৯ জানুয়ারি :  বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো দশম জাতীয় সংসদের। ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সন্ধ্যা ৬টায় শুরু হয়েছে সংসদের প্রথম অধিবেশন। ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র শুরু হওয়ার পর এই প্রথম বিএনপির কোনো সংসদ সদস্য নেই সংসদে। একই সঙ্গে পূর্ণাঙ্গ বিরোধী দল হিসেবে দশম সংসদে আবির্ভূত হলো জাতীয় পার্টি। সন্ধ্যা ৬টা ২ মিনিটে অধিবেশনকক্ষে ঢোকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৬টা ৬ মিনিটে ডেপুটি স্পিকার সভাপতির আসন গ্রহণ করেন। বাঁ দিক থেকে প্রথম সারির দ্বিতীয় আসনে বসেছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। প্রথম অধিবেশনে প্রধান বিচারপতি, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক কোরের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা দর্শনার্থী হিসেবে উপস্থিত রয়েছেন। অধিবেশনের কার্যসূচির প্রথমেই রয়েছে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন। তারপরই সভাপতিমণ্ডলী মনোনয়ন এবং শোকপ্রস্তাব। শোকপ্রস্তাবের ওপর সংক্ষিপ্ত  আলোচনা শেষে রাষ্ট্রপতির ভাষণ। সরকারি দল আওয়ামী লীগ ইতিমধ্যে স্পিকার পদে ড. শিরীন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার পদে অ্যাডভোকেট ফজলে রাব্বীকে মনোনীত করেছেন। শোকপ্রস্তাবে যাদের নাম রয়েছে তারা হলেন : দশম জাতীয় সংসদের সদস্য শওকত মোমেন শাহজাহান, বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান, দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা, মমতাজ বেগম, অ্যাডভোকেট এস এম আমজাদ হোসেন, গোলাম মোর্শেদ ফারুকী, সৈয়দ জোহরা তাজউদ্দীন, মোছলেম উদ্দিন খান, মুস্তাফিজুর রহমান, সৈয়দা রাজিয়া ফয়েজ, দেওয়ান নুরুন্নবী, ডা. এ কে এম মোয়াজ্জেম হোসেন, জয়নুল আবেদীন জায়েদী, অধ্যক্ষ মতিউর রহমান, মোহাম্মদ শাহ্জাহান, মিজানুর রহমান খান, মির্জা সুলতান রাজা এবং অধ্যক্ষ আবুল হাছানাত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top