সকল মেনু

মধ্যপ্রাচ্যে বসে টাকা লুটের পরিকল্পনা হয়

 নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ২৮ জানুয়ারি :  কিশোরগঞ্জের সোনালী ব্যাংকের টাকা লুট করার জন্য দুই বছর আগে মধ্যপ্রাচ্যে বসে পরিকল্পনা করেছিল সোহেল। পরিকল্পনা অনুযায়ী ব্যাংকের পাশের ওই টিনশেড বাড়ির একটি কক্ষ ভাড়া নেয় সে। র‌্যাবের এক কর্মকর্তা হটনিউজ২৪বিডি.কমকে এ তথ্য জানিয়ে বলেছেন, হাবির ওরফে সোহেল প্রায় আট বছর সৌদি আরব ছিল। তার আরো কয়েকজন সহযোগী আছে বলে ধারণা করছেন র‌্যাব কর্মকর্তারা। তার মধ্যে ধরা পড়েছে ইদ্রিস নামে একজন। অন্যদের খোঁজে আছেন র‌্যাব কর্মকর্তারা।র‌্যাবের ওই কর্মকর্তা আরো জানান, ব্যাংকের কয়েকজন কর্মকর্তাও এর সঙ্গে জড়িত থাকতে পারেন। বাড়ির মালিককেও রাখা হয়েছে সন্দেহের তালিকায়। বিষয়গুলো মাথায় রেখেই তারা তদন্ত করছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top