সকল মেনু

আরটিভিতে নতুন তিন ধারাবাহিক নাটক

 শানজানা জামান,ঢাকা, ২৭ জানুয়ারি :   এ সপ্তাহ থেকে আরটিভিতে সম্প্রচার শুরু হচ্ছে নতুন তিন ধারাবাহিক নাটক। নাটকগুলো সম্পর্কে জানাতে আরটিভি ভবনে সোমবার দুপুরে এক সংবাদসম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জানানো হয়, সমাজের নানা ধরনের অসঙ্গতি, প্রেম, বিরহ, হাসি, কান্না নিয়ে নিয়েই তৈরি হয়েছে এ তিন ধারাবাহিক। সংবাদসম্মেরনে আরো জানানো হয়, আলভী আহমেদের রচনা ও পরিচালনায় নাটক ‘টিট ফর ট্যাট’। ২৯ জানুয়ারি রাত ৯ টা ০৫ মিনিটে এর প্রথম পর্ব প্রচারিত হবে। কাজী শাহীদুল ইসলামের রচনা, রায়হান খান এবং সকাল আহমেদের পরিচালনায় নাটক ‘হা ডু ড’র সম্প্রচার শুরু হবে ৩১ জানুয়ারি থেকে। কামরুল হাসানের রচনা ও মীর সাব্বিরের পরিচালনায় নাটক ‘নোয়াশাল’ নাটকটি ৩ ফেব্রুয়ারী থেকে সম্প্রচার হবে। এটি প্রচারিত হবে রাত ৯ টা ০৫ মিনিটে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ‘আরটিভি প্রতি বছরই বছরের শুরুতে কিছু নতুন অনুষ্ঠান নিয়ে আসে দর্শকদের জন্য। তারই ধারাবাহিকতায় তিনটি নতুন ধারাবহিক নাটক সম্প্রচারের করবে।’এতে আরো বক্তব্য রাখেন আরটিভির মহাব্যবস্থাপক, মুনীর ইকবাল হামিদ, আরটিভির হেড অব প্রোগ্রাম মিনহাজুর রহমান, আরটিভির ডেপুটি হেড অব প্রোগ্রাম দেওয়ান শামসুর রকিব। আরো উপস্থিত ছিলেন ধারাবাহিক তিনটির অভিনেয় শিল্পী, নির্মাতা ও কলাকুশলীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরটিভির অনুষ্ঠান ব্যবস্থাপক সৈয়দ সাবাব আলী আরজু।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top