সকল মেনু

শুল্ক কর্মকর্তাদের সম্পদ খতিয়ে দেখা উচিত- অ্যাটর্নি জেনারেল

 নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ২৬ জানুয়ারি : কাস্টমস কর্মকর্তাদের সম্পদের হিসাব খতিয়ে দেখা উচিত। রোববার রাজধানীতে একটি অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

অফিসার্স ক্লাবে আন্তর্জাতিক শুল্ক দিবস উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মাহবুবে আলম আরো বলেন, কাস্টমস কর্মকর্তাদের নিয়ে জনগণের মাঝে নানারকম নেতিবাচক ধারণা প্রচলিত আছে। কাস্টমস বিভাগের পাশাপাশি তাদের নিজেদের স্বচ্ছতার জন্যই সম্পদের হিসাব খতিয়ে দেখা প্রয়োজন।

বছর বছর কাস্টমস কর্মকর্তাদের সম্পদের বিবরণী দেওয়া উচিত, আবার মন্ত্রণালয়ের মাধ্যমে তদারকি হওয়া প্রয়োজন। কাস্টমস বিভাগের কর্মকর্তারা কোথাও কোনো সেকেন্ড হোম করছেন কি না, তা-ও জানা প্রয়োজন।
ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ব্যবসায়ীদের মধ্যে অনেকই আছেন যারা শুল্ক ফাঁকি দেওয়ার জন্য নানা রকম পন্থা খুঁজে বের করেন। তারা কাস্টমস কর্মকর্তাদের দিয়েই এসব কাজ করান।

অনেক ব্যবসায়ী কথায় কথায় আদালতে যান। আদালতে কাস্টমসের প্রচুর মামলা জমে আছে। এসব মামলার অধিকাংশই ব্যবসায়ীরা করে রেখেছেন। শুল্ক ফাঁকি দিয়ে তারা শেষে আদালতে গিয়ে মামলা করেন নিজেদের অপরাধ ঢাকার জন্য। মামলা পরিচালনার সুবিধার্থে দক্ষ কর্মকর্তাদের আদালতে পাঠানোর অনুরোধ করেন তিনি।

এনবিআর সদস্য নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্‌মদসহ এনবিআরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top