সকল মেনু

জোবায়ের মিলনের কবিতাগুচ্ছ

ঢাকা, ২৩ জানুয়ারি:  আমার জ্বর বেড়ে যায়

আমার বড় কষ্ট হয় যখন শুনি
আজ তুমি একটুও ভালোবাসোনি
একটুও আদর করোনি ভালোবাসাকে
ঠোঁটে চুমু খাওনি, অধরে আঙ্গুল বুলিয়ে
উষ্ণ করোনি সারা বেলা…

পথ হাঁটতে হাঁটতে চিরচেনা অনেক পথই
গাঢ় অচেনা গালে, অদ্ভূত লাগে
যখন শুনি ভালোবাসা ডাকলে
তুমি খরতাপ হয়ে তার দিকে চোখ রাঙ্গাও
তাকে পাশে রেখে পাশ ফিরে ঘুমাও

লজ্জাবতি রেণুগুলো মুখ লুকায় তখন
মুখের অন্তরালে
আমর জ্বর বেড়ে যায়
কোষে কোষে দোতনা লাগে
যখন জানতে পাই তুমি ভালোবাসা
ভালোবাসো না
জড়িয়ে ধরো না বুকের উষ্ণ উননে

বৃষ্টি আমার সই

বৃষ্টি এলো বৃষ্টি এলো বৃষ্টি টাপুর টুপুর
বৃষ্টি মাথায় নিয়ে নাচে মেঘ বালিকা নূপুর
তাধিনধিন ধিননাধিন নাচে রে তালে তালে
জলবালিকা খায় রে চুমু মেঘ বালিকার গালে;
বেজায় বৃষ্টি ধুমছে বৃষ্টি বৃষ্টি ঝরোঝর
বৃষ্টি দেখে দৃষ্টি কাঁপে বৃষ্টি থরোথর
অথৈ বৃষ্টি তাথৈ বৃষ্টি বৃষ্টিতে সব থৈ
বৃষ্টি দিয়ে চড়ুইবাতি বৃষ্টি আমার সই

ভালোবাসলেই

ভালোবাসলেই ভুল হয়ে যায়
ভুল হয়ে যায় অংকগুলোতে, হিসাবে-বানানে

ভালোবাসলেই পথগুলো সব পথহীন হয়ে
হাঁটা দেয় অন্য পথে
পথের দিশা আর মেলে না-এদিক সেদিক

ভালোবাসলেই আমের চারা শুকিয়ে মরে
ক্যালেন্ডারের পাতাগুলো
দাগ কেটে যায় রাতের বেলা

ভালোবাসলেই বয়স বাড়ে
বীরেন মাসি একলা দাওয়া, পরন সময়
নিজকে খোরা…

ঘুমিয়ে রইলি

হঠাৎ একদিন ঘুম ভাঙবে
হঠাৎ একদিন দেখবি তুই, আমি নাই
হঠাৎ তোর চোখের নিচে কালি হবে
হঠাৎ তোর আর কোনো দিন ঘুম হবে না
হঠাৎ তুই আমায় খুঁজে পথ হারাবি

হঠাৎ একদিন লাগবে মায়া
বাসায় বলবি, পাড়ায় বলবি, কাছের দূরের
সব-পরিজন
খুঁজে খুঁজে আমার কথা জানতে চাইবি

হঠাৎ তোর ঘুমের ট্যাবলেট কাজ হবে না
হঠাৎ একদিন দু:খ হবে
হঠাৎ একদিন চোখের ঘুম শত্রু  হবে
হঠাৎ তোর আর কোনোদিন ঘুম হবে না

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top