সকল মেনু

শিক্ষকের দূর্নীতি অপসারণের দাবীতে ছাত্র/ছাত্রীদের বিক্ষোভ

মো. আমিররুজ্জামান, নীলফামারী ২২ জানুয়ারি : চান্দখানা জি আর উচ্চ বিদ্যালয়ের নিয়ম বর্হিভভূতভাবে সহকারী শিক্ষককে কমিটি কর্তৃক ভারপ্রাপ্ত
প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়ায় উক্ত শিক্ষকের অপসারণের দাবীতে মঙ্গলবার ছাত্র/ছাত্রীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। নীলফামারী জেলার ডোমার উপজেলার চান্দখানা জি আর উচ্চ বিদ্যালয়ের সভাপতির কাছে গত ১৮ নভেম্বর ২০১৩ তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর থেকে একটি আদেশ
আসে। যাতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহিদুল আলমকে তার দায়িত্ব থেকে অব্যহতি দিয়ে সহকারী প্রধান শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব দিয়ে ৩০ দিনের মধ্যে বিদ্যালয় পরিদর্শককে অবগত করার নির্দেশ দেওয়া হয়। এদিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহিদুল আলম কমিটির যোগসাজসে সহকারী প্রধান শিক্ষক রেজওয়ানুল কবীরকে দায়িত্ব হস্তান্তর না করে বিভিন্ন অজুহাতে তাকে সাময়িকভাবে বরখাস্ত করেন। অভিযোগ উঠেছে, ইতিপূর্বে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহিদুল আলম এই প্রতিষ্ঠানে বিভিন্ন সময়ে বিশৃংলামূলক কাজে লিপ্ত ছিলেন, ২০১৪ শিক্ষাবর্ষের নতুন বই প্রদানে এই শিক্ষক ছাত্র/ছাত্রী জন প্রতি রশিদ ছাড়াই ২০০ টাকা করে নেয়। সহকারী শিক্ষক গোলাম মর্ত্তুজ বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহিদুল আলম শিক্ষকদের সাথে অশ্লীল ভাষায় গালাগালিজ করেন। দশম শ্রেণীর  ছাত্রী সাদিয়া তাসনিম বণ্যা জানান, এ বছর এস.এস.সি পরীক্ষার ফরম ফিলাপের জন্য ছাত্র/ছাত্রীদের কাছ থেকে রশিদ ছাড়াই টাকা নেওয়া হয়েছে। অভিভাবক জাহেদুল ইসলাম জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক  সহিদুল আলম এবার শিক্ষক নিয়োগে প্রর্থীদের কাছ থেকে মোটা উৎকোচ গ্রহন করেছে। এ ব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহিদুল আলম এর কাছে জানতে চাইলে তিনি জানান, আমার নামে  যা রটানো হচ্ছে তা সম্পূর্ন মিথ্যা। আর অবরোধের কারনে ছাত্র/ছাত্রীদের রশিদ দেওয়া হয়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top