সকল মেনু

সন্ত্রাসীদের হামলায় স্টেশন সুপার, মাষ্টার, পুলিশসহ ১০ জন আহত

 রংপুর অফিস: রংপুর রেলওয়ে স্টেশনে সন্ত্রাসীদের হামলায় স্টেশন সুপার, স্টেশন মাষ্টার, পুলিশসহ ১০ জন আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে স্টেশন মাস্টারের কক্ষ, টিকেট কাউন্টার বিশ্রামাগার। রংপুর রেলওয়ে স্টেশনের সহকারি সুপারিনটেনডেন্ট মোজাম্মেল হক জানান, গতকাল মঙ্গলবার বিকেলে স্টেশন রেলগেট এলাকায় দেশেরপত্র পত্রিকার দুই সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ছিনতাইকারিরা। এসময় সাংবাদিকরা দৌড়ে স্টেশন জিআরপি ফাঁড়িতে গিয়ে অবস্থান নেয়। এর কিছুক্ষন পর ছিনতাইকারিরা সন্ত্রাসীদের নিয়ে দলবলসহ লাঠিসোটা নিয়ে স্টেশন পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে ওই দুই সাংবাদিককে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশের বাধায় তা পারেনি। এতে সন্ত্রাসীরা স্টেশন মাষ্টারের কক্ষ, টিকেট কাউন্টার, দুটি বিশ্রামাগার, তথ্য ও অনুসন্ধান কেন্দ্র এবং বেশ কয়েকটি দোকান ভাংচুর করে। এসময় সন্ত্রাসীদের হামলায় স্টেশনের সহকারি সুপারিনটেনডেন্ট মোজাম্মেল হক, স্টেশন মাষ্টার তপন কুমার সরকার, জিআরপি পুলিশ ফাঁড়ির কনসটেবল আবদুল আজিজ, সিরাজুল ইসলাম, জায়েদুরসহ ১০ জন আহত হয়। ভাংচুরের সময় স্টেশনে থাকা যাত্রীরা ভয়ে এদিক সেদিক ছুটোছুটি করতে থাকে। ঘটনার পরপরই র‌্যাবের একটি দল ঘটনাস্থলে যায়। দেশের পত্রের সাংবাদিক রেজাউল করিম জানান, ছিনতাইকারিরা আমাদের ল্যাপটপ ও মোবাইল সেট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আমরা দৌড়ে জিআরপি ফাঁড়িতে গিয়ে আশ্রয় নেয়। সেখানে তারা হামলা চালায়।এব্যাপারে স্টেশন মাষ্টার তপন কুমার সরকার জানান, ভাংচুরের সময় জিআরপিপুলিশের এসআই আবদুল মান্নানসহ অন্যান্য পুলিশ সদস্যরা নিরব দর্শকেরভুমিকা পালন করে। তারা কোন বাধা দেয়নি। ঘটনার পরপরই সহকারি পুলিশ সুপার হুমায়ুন কবিরসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top