সকল মেনু

সুফিয়া বেগমের ফোনে উদ্ধার হল ছিনতাই হওয়া ১৫ লাখ ৯০ হাজার টাকা

 পাপ্পু মজুমদার, নেত্রকোনা প্রতিনিধি :  নেত্রকোনার আটপাড়া উপজেলার যাদবপুর গ্রামের মধ্যবয়সী নারী সুফিয়া বেগমের ফোন পেয়ে ছিনতাইকারীদের ধরে তাদের নিকট থেকে ছিনতাইয়ের ১৫ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করে গ্রামবাসী। পরে গ্রামের সাধারণ মানুষ আটপাড়া উপজেলার স্বরমশিয়া গ্রামের ছিনতাইকারী রোবেল (২২) কে পুলিশে সোপর্দ করে। রোবেল একজন কলেজ ছাত্র।পুলিশ জানায়, উপমন্ত্রী আরিফ খান জয়ের ব্যাবসায়িক প্রতিষ্ঠান নেত্রকোনা তেরীবাজার এলাকার আজাদ সুপার মার্কেটের জয় টেলিকমিউনিকেশনের কর্মকর্তা আরিফ আহমেদ ২৫ লাখ ৯৯ হাজার টাকা নিয়ে বিতরনের জন্যে আটপাড়া উপজেলায় যাচ্ছিল। বিতরণ শেষে সন্ধ্যালগ্নে নেত্রকোনা-আটপাড়া সড়কের উজিয়াখালী যাদবপুর ব্রীজের নিকট পৌছলে ৩টি মোটর সাইকেলে করে ৬-৭ জন ছিনতাইকারী ব্যারিকেড দিয়ে বিতরণের জন্যে অবশিষ্ঠ ১৫ লাখ ৯০ হাজার টাকা ছিনতাইয়ের সময় কাছাকাছি উপস্থিত থাকায় সুফিয়া বেগম ঘটনা জানতে পেরে মোবাইল ফোনের মাধ্যমে একই গ্রামের মো: এন্টাস মিয়া ও সালামসহ নীকটবর্তী অবস্থানরত সাধারণ মানুষের সহযোগীতায় এই টাকা উদ্ধার করা হয়। নেত্রকোনা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম কাউসার জানান, এ ঘটনায় রবেল নামের ১ ছিনতাইকারী আটক এবং আহত ১ জন নেত্রকোনা সদর হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন অবস্থায় আছে।এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top