সকল মেনু

দাবদাহে আর্জেন্টিনায় নিহত ৭

ডেস্ক রিপোর্ট
ঢাকা, ১ জানুয়ারি : প্রচণ্ড দাবদাহে গত সপ্তাহে আর্জেন্টিনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

মৃত ব্যক্তিরা সবাই সান্তিয়াগো দেল এস্তেরোর বাসিন্দা ছিলেন।

আজ বুধবার আর্জেন্টিনার কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

প্রচণ্ড দাবদাহের সঙ্গে বিদ্যুৎহীনতা যোগ হয়ে পরিস্থিতি আরো অসহনীয় করে তুলেছে।

দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ সান্তিয়াগো দেল এস্তেরো ও আশপাশের বেশ কয়েকটি প্রদেশে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেন্টিগ্রেড ছাড়িয়ে গেছে।

আবহাওয়াবিদরা বলেছেন, ১৯০৬ সালে তাপমাত্রা রেকর্ড করা শুরু হওয়ার পর এবারই সবচেয়ে বেশি উষ্ণতা। দিনের মধ্যভাগে ওই এলাকার লোকজনকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। প্রদেশটির কয়েক শ লোককে জরুরি চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top