সকল মেনু

কুড়িগ্রামের আরাজি পলাশবাড়ী মৌজায় পূর্ব শত্রুতার জের ধরে জমিতে লাগানো

ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম সদর উপজেলার আরাজি পলাশবাড়ী মৌজায় পূর্ব শত্রুতার জের ধরে মৃত আব্দুস ছাত্তারের পুত্র কৃষক শহিদুল ইসলামের ২ একর আলু ক্ষেত্রের সীমানায় লাগানো ২শ’ ৫০ টি ইউক্লিপটাস চারা গাছ রাতের আধারে উখরে ফেলেছে দূর্বৃত্তরা ।
জানাযায়, গত ২৫ ডিসেম্বর রাতে কুড়িগ্রাম সদর উপজেলার আরাজি পলাশবাড়ী মৌজায় পূর্ব শত্রুতার জের ধরে মৃত আব্দুস ছাত্তারের পুত্র কৃষক শহিদুল ইসলামের ২ একর আলু ক্ষেত্রের সীমানায় লাগানো ২শ’ ৫০ টি ইউক্লিপটাস চারা গাছ রাতের আধারে উখরে ফেলেছে দূর্বৃত্তরা । দীর্ঘ দিন ধরে মৃত আব্দুস ছাত্তারের পুত্র শহিদুল ইসলামের সাথে আরাজি পলাশবাড়ী মৌজার এস এ খতিয়ান নং ৫১ এবং এস এ ২০২০ ও ২০৭৩ দাগের জমি ভোগদখল করে আসছিলেন । কুড়িগ্রাম সদর আদালতের মামলা নং মিস ৩৫/২০০৯ মোতাবেক স্থানীয় আলু এরশাদুল ও নুর আব্দুল এর সাথে শহিদুল ইসলামের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল । এরই জের ধরে পূর্ব পরিকল্পনা মতে রাতের আধারে এ ধরনের ন্যক্কার জনক ঘটনা হতে পারে বলে কৃষক শহিদুল দাবী করেন। এ ব্যাপারে রিপোর্ট লেখা পর্যন্ত থানা অভিযোগ দায়ের চেষ্টা চলছিল ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top