সকল মেনু

জয়পুরহাটে খৃষ্টীয় সম্প্রদায়ের ‘বড় দিন’ উদযাপিত হচ্ছে

এসএস মিঠু ,জয়পুরহাট  থেকে  : দেশের অন্যান্য স্থানের ন্যায় জয়পুরহাটেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা মধ্য দিয়ে খৃষ্টীয় সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব- ‘বড় দিন’ উদযাপিত হচ্ছে।

এ উপলক্ষে জয়পুরহাট শহরতলীর খনজনপুর মিশন,পলিবাড়ির ওয়েষ্ট মিশন-বাংলাদেশ,জয়পুহাট সদর উপজেলার ভানাইকুশলিয়া মিশন,পাঁচবিবি উপজেলার বাজিতপুরের-সেভেনথ ডেজ অ্যাডভেনটিস মারানাথা সেমিনারি, মহীপুরের পাথরঘাটা মিশন,ওয়ার্ল্ডভিশন-বাংলাদেশ জয়পুরহাট এডিপি সহ বিভিন্ন খৃষ্টীয় প্রতিষ্ঠান ও পল্লীতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানমালায় ছিল- বড়দিনের শুভেচ্ছা বিনিমিয়,সাংস্কৃতিক অনুষ্ঠান,প্রীতিভোজ, র্গীজায় উপাসনা,ক্রিসমাস ট্রি ও র্গীজা প্রাঙ্গণ সাজানো, আলোকসজ্জা ইত্যাদি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top