সকল মেনু

বিডব্লিউআইটি’র সাধারণ সভা

 তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকা, ২৩ ডিসেম্বর:  সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি’র (বিডব্লিউআইটি) ৩য় বার্ষিক সাধারণ সভা। এ সময়ে বিডব্লিউআইটি’র প্রেসিডেন্ট লুনা সামসুদ্দোহা ও ভাইস প্রেসিডেন্ট সোনিয়া বশির কবিরসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বিভিন্ন দাতা গোষ্ঠীর সহযোগীতায় চলতি বছরে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নারীদের জীবনমান উন্নয়নে ব্যাপক পরিসরে কাজ করা হবে বলে সভায় জানানো হয়। পরিকল্পনাধীন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ইনোভেশন ইনকিউবেশন, মেনটরিং মাইন্ডস, কর্পোরেট জব শ্যাডোয়িং, সাউথ এশিয়া কানেক্ট ও লেটস গেট ডিজিটাল। উল্লেখ্য, উদ্যোক্তা, কর্পোরেট এক্সিকিউটিভ, কম্পিউটার সায়েন্স প্রফেশনাল প্রভৃতি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং নারী নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে একটি মঞ্চ হিসেবে কাজ করতেই বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি (বিডব্লিউআইটি) যাত্রা শুরু করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top