সকল মেনু

নাশকতাকারীকে ধরিয়ে দিলে লাখ টাকা

  নিজস্ব প্রতিবেদক হটনিউজ২৪বিডি.কম ঢাকা:  নাশকতা ও বোমাবাজি প্রতিরোধে পুরস্কার ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর এলাকায় গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করার সময় হাতেনাতে কোনো অপরাধীকে গ্রেফতারে সহায়তা করলে তাকে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। এ ছাড়াও ককটেল, হাতবোমা, পেট্রলবোমা নিক্ষেপের সময় সাথে সাথে অপরাধীকে গ্রেফতারে সহায়তা করলে ২৫ হাজার টাকা পুরস্কার দেয়া হবে।
এ-সংক্রান্ত তথ্য দেয়া যাবে গোয়েন্দা পুলিশ ডিবির নিয়ন্ত্রণকক্ষের ফোন নম্বর ৯৩৬২৬৪০, ০১১৯১-০০১১০০,০১৬৭৮-০২৪৬৫২ তে। এ ছাড়া [email protected]  ই-মেইল এবং ফেইসবুকে www.facebook.com/dmp.dhaka  এই ঠিকানায় তথ্য দেয়া যাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top