সকল মেনু

অবরোধের তৃতীয় দিন

 নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ১৯ ডিসেম্বর:  নির্বাচনী তফসিল বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা পুনর্বহাল ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা চতুর্থ দফা অবরোধের তৃতীয় দিন চলছে আজ।

গত মঙ্গলবার ভোর ৬টা থেকে আগামীকাল শুক্রবার ভোর ৬টা পর্যন্ত চতুর্থ দফায় টানা ৭২ ঘণ্টার এ অবরোধ ডাক দিয়েছে বিরোধী জোট।

অবরোধের প্রথম ও দ্বিতীয় দিন রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন জায়গায় গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ, রাস্তা অবরোধ, সংঘর্ষসহ বেশ কিছু নাশকতার ঘটনা ঘটেছে। তবে মানবতাবিরোধী অপরাধী জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির পর থেকে জামায়াত-শিবিরের কর্মীরা এই সংশ্লিষ্ট আন্দোলন নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় ভাটা পড়েছে ১৮ দলের অবরোধ কর্মসূচিতে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top