সকল মেনু

সাতক্ষীরায় যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে পাঁচ জন নিহত

 জেলা প্রতিবেদক,সাতক্ষীরা, ১৬ ডিসেম্বর:  সাতক্ষীরায় যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন জামায়াতকর্মী বলে দাবি করেছে দলটি। রোববার ভোর রাত থেকে যৌথ বাহিনীর (পুলিশ-বিজিবি) অভিযানের সময় পৃথক পৃথক সংঘর্ষে এ পাঁচজনের নিহতের ঘটনা ঘটে। তবে এক জামায়াতকর্মী বাদে বাকি চার জনের পরিচয় এখনও সনাক্ত করা যায়নি।

আমাদের  সাতক্ষীরা প্রতিবেদক জানিয়েছেন, নিহত জামায়াত কর্মী সদর উপজেলার সাতানি গ্রামের আব্দুল আহাদের ছেলে জাহাঙ্গীর (২৭)। যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে তিনি মারা গেছেন।

আজ সোমবার ভোর রাতে সদরের আগরদাড়ি সড়কে এ সংঘর্ষ হয়।

এছাড়া ভোমরা ও দেবহাটার পারুলিয়ায় বিএনপি জামায়াতের  সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয় বেশ কয়েকজন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top