সকল মেনু

শনিবারের সহিংসতায় প্রাণ গেল ১৩ জনের

 নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ১৫ ডিসেম্বর: শনিবারকাদের মোল্লার ফাঁসির প্রতিবাদে দেশব্যাপি জামায়াত-শিবিরের সহিংসতায় প্রাণ গেল ১২ জনের। এরমধ্যে অধিকাংশই আওয়ামী লীগের নেতা কর্মী। এছাড়াও মুখোশধারীদের হামলায় নিহত হয়েছেন আওয়ামী লীগের এক কর্মী। সবার আগে শনিবার বিকেল সাড়ে ৪ টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে বিকেল ৪টায় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে সাইফুল ইসলাম, মতিউর রহমান, রাসেল, সজিব, রায়হান, শহিদুল ও মিতুল নামে ৭ শিবির কর্মী নিহত হয়। তারপরেই শনিবার বিকেল ৫টায় নীলফামারীর রামগঞ্জে সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে জামায়‍াত-শিবির হামলায় রামগঞ্জ টুপামারী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি খোরশেদ আলম চোধুরী (৫০), লক্ষ্মীচাপ ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সিদ্দিক (৪২), টুপামারী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন (২৬), ছাত্রলীগ কর্মী মুরাদ হোসেন (২২) ও আওয়ামী লীগ কর্মী লেবু মিয়া (৩৫) মারা যান। আহত হয়ে হাসপাতালে রয়েছেন আরও প্রায় ২০ জন।

তাদের মধ্যে আহত ছাত্রলীগ কর্মী লিটন (৩০), রিপন (২৫), হাবিবুর রহমান (২৫), আওয়ামী লীগ কর্মী মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম ও  জ্যোতিনময় রায়ের (৩৫) অবস্থা আশঙ্কাজনক। তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

সবশেষে সিলেটের কানাইঘাটে শনিবার দিবাগত রাত ১১টার দিকে জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে অনুষ্ঠিত এক মিছিল শেষে ফেরার সময় একদল মুখোশধারী কুপিয়ে হত্যা করেছে আওয়ামী লীগ কর্মী নজরুল ইসলামকে (৪০)। মুখোশধারীদের পরিচয় জানা না গেলেও স্থানীয় জনতা ও আওয়ামী লীগ এ হত্যাকাণ্ডে জামায়াত-শিবিরকে দায়ী করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top