সকল মেনু

চাঁদপুরের সবকটি লঞ্চে উপচে পড়া ভিড়

 শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, চাঁদপুর:   টানা ৬ দিনের অবরোধ শেষে মাত্র একদিন খোলা পেয়ে যারযার গন্তব্যে ছুটছে কর্মব্যস্ত লোকজন। আজ শুক্রবার চাঁদপুর লঞ্চঘাটে গিয়ে এমনই দৃশ্য দেখা যায়। সকাল ৭টা থেকে ঢাকা থেকে চাঁদপুরগামী ও চাঁদপুর থেকে ঢাকাগামী সবকটি যাত্রী লঞ্চেই ছিল যাত্রীদের উপচে পড়া ভীড় । ঢাকা ও চাঁদপুরগামী অধিকাংশ লঞ্চেই তাদের নির্দিস্ট আসনের চেয়েও ঝুকি নিয়ে অধিক যাত্রী বহন করে আশা যাওয়া করতে দেখা গেছে। অনেকই তার নিজ গন্তব্যে ও কর্মস্থলে ফিরতে এই ভীড়ের মধেই বাধ্য যান। চাঁদপুর নৌ টার্মিনালের পরিবহন পরিদর্শক নিয়াজ মো খান জানান,অবরোধ শেষ হওয়ার সাথে সাথেই রাত থেকেই একের পর এ লঞ্চ চাঁদপুর ঢাকায় যাওয়া করছে। তবে অন্যান্য দিনের চেয়ে সবকটি লঞ্চে বেশি ছিল। তবে আজ শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর পর্যন্ত ৯টি লঞ্চ চাঁদপুর আসে। এবং ঢাকা থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর আসে ৫টি লঞ্চ। চাঁদপুরের যাত্রী ছাড়াও এসব যাত্রীর অধিকাংশই ছিল লক্ষ্মীপুর,নোয়াখালী ও শরীয়তপুরের। চাঁদপুর-ঢাকা রুটের ইগল লঞ্চের সুপা ভাইজার আলী আজগর জানান,সড়ক পথের চেয়ের কম খরচে ও কম সময়ে এবং নিরাপদে আসার সুবিধা থাকায় তারা লঞ্চের উপর নির্ভর হয়ে পড়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top