সকল মেনু

বগুড়া হরতাল অবরোধে নিস্তব্ধ

 বগুড়া অফিস রতন চন্দ্র দাস ৫-১২-২০১৩ : বগুড়ায় ১৮ দলের ডাকে ৬০ ঘন্টা হরতাল আজ শেষে দিনে ও দেশব্যাপী ডাকা অবরোধে জনজীবন অচল হয়ে পড়েছে। জোটের নেতাকর্মীরা রাজপথ রেলপথ দখলে নিয়ে মিছিল সমাবেশ করছে। সব ধরনের যানবাহন বন্ধ, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, ব্যাংক বীমা অফিস আদালত খুললেও দর্শনার্থী নেই। মোড়ে মোড়ে র‌্যাব পুলিশের টহল রয়েছে। সকালে জেলা বিএনপির সভাপতি ও ১৮ দলের আহবায়ক ভিপি সাইফুল ইসলামের নেতৃত্বে জোটের নেতা কর্মীরা শহরের সূত্রাপুর থেকে মিছিল শুরু করেন। মিছিলটি সাতমাথা হয়ে নবাববাড়ী রোডে গিয়ে শেষ হয়। মহাসড়কের মাটিডালী বিমানমোড়ে সদর উপজেলা ১৮ দলের আহবায়ক মাফতুন আহমেদ খান রুবেলের নেতৃত্বে জোটের নেতাকর্মীরা রাজপথ অবরোধ করে মিছিল সমাবেশ করেন। এসময় ওই এলাকায় পরপর ৪টি ককটেল বিষ্ফোরন ঘটে। অপর দিকে বগুড়া পৌর সভা চত্বরে ২ টি ককটেল বিষ্ফোরন ঘটে এতে ২জন আহত হয়। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ জাতীয় নেতৃবৃন্দের নাম ভোটার তালিকাভূক্ত , নেতাকর্মীদের হত্যা , মামলা , গ্রেফতার , জামায়াতের নিবন্ধন বাতিলের প্রতিবাদে জেলা ১৮ দল মঙ্গলবার সকাল ৬টা থেকে ৬০ ঘন্টা হরতাল পালন করছে। এ হরতাল আজ সন্ধা ৬টায় শেষ হওয়ার কথা ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top