সকল মেনু

লাইনম্যানের ফিস ৩০ হাজার টাকা……..

মৌলভীবাজার প্রতিনিধি: জেলার কুলাউড়া উপজেলায় কর্মধা ইউনিয়নের বাসিন্দা আমজদ আলীর বাড়িতে ৩০ হাজার টাকার বিনিময়ে এক গ্রাহককে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়েছেন বলে লাইনম্যান রুহুলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অবৈধ বিদ্যুৎ সংযোগকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে কুলাউড়া পিডিবি অফিসে অভিযোগ দিয়েছেন স্থানীয় এলাকাবাসী। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, কর্মধা ইউনিয়নের দিখলকান্দি গ্রামের আমজদ আলী তার বাড়িতে প্রায় ৪০০ মিটার দূর থেকে পিডিবির মেইন লাইন থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যবহার করছেন। অবৈধ ওই বিদ্যুৎ সংযোগ দিয়ে স্থানীয় লাইনম্যান রুহুল ৩০ হাজার টাকা নেন বলে জানা গেছে। এ বিষয়ে কুলাউড়া বিদ্যুৎ বিতরণ অফিসের সহকারী প্রকৌশলী কবির আহমদ জানান, স্থানীয় বাসিন্দারা লাইনম্যানের বিরুদ্বে লিখিত অভিযোগ পেয়েছি এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top