সকল মেনু

আরটিভির দুই সাংবাদিক জামিনে মুক্ত

আদালত প্রতিবেদক,হটনিউজ২৪বিডি.কম: বিস্ফোরোক দ্রব্য আইনের মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির সিটি রিপোর্টার তানভিদ রনি ও ক্যামেরা পারসন প্রশান্ত মোদককে জামিন দিয়েছেন আদালত।  রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা কামরাঙ্গীচর থানা পুলিশের এস আই রাসুল সামদানী আজাদ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। এসময় আসামির আইনজীবী সৈয়দ আহম্মেদ গাজী জামিনের আবেদন করেন। শুনানী শেষে ঢাকা মহানগর হাকিম মো. তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া জামিনের এই আদেশ দেন। এর আগে রাজধানীর কামরাঙ্গীরচর থানা পুলিশ রোববার এই দুই সাংবাদিককে গ্রেফতার করে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। পরে আদালত তাদের চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন। এই চার দিন রিমান্ডের প্রথম দিনেই মামলার তদন্ত কর্মকর্তা দুই সাংবাদিককে আদালতে হাজির করে প্রতিবেদ দেন যে তাদের জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে। প্রথমিক ভাবে তাদের কাছ থেকে গুরুত্বপুর্ন তথ্য পাওয়া গেছে। যাচাই বাছাই চলিতেছে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের কারাগারে রাখা হোক।মামলায় অভিযোগ করা হয়, আসামিরা সরকার বিরোধী মিছিল করিতে উৎসাহ করে এবং মিছিলকারীদের ককটেল বিষ্ফোরণ ঘটাইতে বলে। পরে আসামিরা বিস্ফোরনের ছবি উঠাইতে থাকে। প্রাথমিক তদন্তে প্রকাশ পায় যে এই আসামিরা আরটিভির অন্তরালে থাকিয়া সরকার বিরোধী বিক্ষোভ মিছিল করিতে ১৮ দলীয় জোটের নেতা কর্মীদের বিশৃংঙ্খল ও বিস্ফোরন ঘটানোর জন্য উৎসাহিত করিয়া আসিতেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top