সকল মেনু

পাকিস্তানের নতুন সেনাপ্রধান রাহিল শরিফ

 ডেস্ক রিপোর্ট, ঢাকা, ২৭ নভেম্বর: কিস্তানের নতুন সেনাপ্রধান লেফট্যানেন্ট জেনারেল রাহিল শরিফ। বুধবার পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হোসাইন তাকে এ পদে নিয়োগ দেন। বিবিসি জানায়, পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান আশফাক কায়ানির স্থলাভিষিক্ত হলেন রাহিল শরিফ। আগামী ২৮ নভেম্বর আশফাক কায়ানি অবসরে যাবেন।

নতুন চেয়ারম্যান হিসেবে জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির লেফট্যানেন্ট জেনারেল রাশিদ মাহমুদ নিয়োগ পেয়েছেন। এই দুই জনকেই মনোনয়ন দেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

জেনারেল আশফাক কায়ানির মতো রাহিল শরিফও পাকিস্তানের রাজনীতিতে হস্তক্ষেপ করবেন না বলেই মনে করছেন বিশ্লেষকরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top