সকল মেনু

আ. লীগ-বিএনপি সংঘর্ষ, এমপিপুত্র গুলিবিদ্ধ :সন্দ্বীপে

সংঘর্ষের সময় রোববার দুপুরে উপজেলার রহমতপুর ইউনিয়নের তালতলায় বিএনপির সাংসদের বাড়িতে হামলা হয় বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, যাতে গুলিবিদ্ধ হন ইকবাল পাশা জাবেদ (৩৫)।

সন্দ্বীপ থানার ওসি গিয়াস উদ্দিন জানান, এক যুবলীগ নেতাকে কুপিয়ে আহত করার জের ধরে শনিবার রাত থেকে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। রোববারও উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হলে ইকবাল গুলিবিদ্ধ হন।

ঘটনার সময় বাড়িতেই ছিলেন জানিয়ে সাংসদ মোস্তফা কামাল বলেন, ইকবালকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে।

তিনি জানান, রোববার সকালে আওয়ামী লীগ কর্মীরা তার বাড়িতে হামলার পর খড়ের গাদায়ও আগুন দেয়। এরপর দুপুরে দ্বিতীয় দফা হামলা হয়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জানান, স্থানীয়দের প্রতিরোধে সকালে তারা পিছু হটলেও দুপুরে উড়কির চরসহ বিভিন্ন স্থান থেকে জলদস্যু ভাড়া করে এনে আবারো হামলা চালায়।তিনি দাবি করেন, এসময় সাংসদের বাড়ির দিকে তারা গুলি ছুড়তে থাকলে ইকবালের বুকে একটি গুলি বিঁধে। দ্বিতীয় দফা হামলার সময় সাংসদ কামাল পাশা ঘরেই ছিলেন।

স্থানীয় সাংবাদিকরা জানান, উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনায় চারজন আহত হয়েছে।

ওসি গিয়াস জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এঘটনায় সন্ধ্যা পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top