সকল মেনু

দুর্গাপুরে সরকারী বীজধান দ্বিগুন মুল্যে বিক্রি

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে বিএডিসি কর্তৃক সরবরাহকৃত সরকারী ধানের বীজ বিআর- ২৮ নির্ধারিত মুল্যের চেয়ে দ্বিগুন
মুল্যে বিক্রির অভিযোগ পাওয়া গেছে।জানাযায়, দুর্গাপুর উপজেলায় সরকার অনুমোদিত বীজ ডিলার রয়েছে ১০জন। বিএডিসি কর্তৃক সরবরাহকৃত বোরো
ধান এর বীজ, সরকারী মুল্য প্রতি বস্তা ৩৪০/- টাকা হিসেবে বিক্রির কথা থাকলেও দুর্গাপুর বাজারে কিছু অসাধু ব্যাবসায়ি বিক্রি করছে ৫৫০/- টাকায়। সাধারণ কৃষক বীজের মুল্য দ্বিগুন হওয়ায় বিপাকে পড়ে গেছে। বিশিষ্ট সমাজ সেবক ও জমির মালিক এম.এ জিন্নাহ্ বলেন, এ অবস্থা চলতে থাকলে উপজেলার অধিকাংশ
কৃষক বোরো ধান আবাদ থেকে বিরত থাকবে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক এর কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমি শুনেছি এ বিষয়ে দ্রুত ব্যাবস্থা নিচ্ছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top