সকল মেনু

সুফিয়া কামাল স্মরণে ফরিদা আখতার

 বিনোদন ডেস্ক: ঢাকা, ১৯ নভেম্বর:  বাংলাদেশের নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ, প্রথিতযশা কবি সুফিয়া কামালের ১৪তম মৃত্যুবার্ষিকী আগামীকাল, ২০ নভেম্বর। নারী মুক্তির আন্দোলন, দেশপ্রেম ও শুদ্ধ সংস্কৃতির প্রতিষ্ঠায় সংগ্রামী মনোভাবের জন্য বাংলার মানুষ তাকে ‘জননী সাহসিকা’ উপাধিতে ভূষিত করেছে। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাংলাভিশনের দিন প্রতিদিন অনুষ্ঠানে অতিথি হয়েছেন নারী আন্দোলনের কর্মী ও নারীগ্রন্থ প্রবর্তনার নির্বাহী পরিচালক ফরিদা আখতার। সুফিয়া কামালের ব্যক্তিজীবন, নারীজাগরণের আন্দোলন-সংগ্রামসহ তার অমর সৃষ্টিকর্ম সম্পর্কে অনুষ্ঠানে আলোচনা ও স্মৃতিচারণ করেছেন তিনি। খায়রুল বাবুইয়ের প্রযোজনা ও নাজনীন মোস্তাফিজের উপস্থাপনায় এই বিশেষ অনুষ্ঠানটি বাংলাভিশনে প্রচার হবে আগামীকাল বুধবার সকাল ৮টা ৩০ মিনিটে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top