সকল মেনু

রাষ্ট্রপতির সঙ্গে খালেদার সাক্ষাত আজ

 হটনিউজ প্রতিবেদক,১৯নভেম্বর,ঢাকা:  মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বঙ্গভবনে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে সাক্ষাতের সময় দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার একান্ত সচিব সালেহ আহমদ  জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় সাক্ষাতের সময় দিয়েছেন রাষ্ট্রপতি। ২০ জনের একটি প্রতিনিধি দলের সাক্ষাতের জন্য অনুমতি চাওয়া হয়। তবে কে কে যাবেন সেই তালিকা ছূড়ান্ত হয়নি। এর আগে গতকাল সোমবার বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাতের সময় চান বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বিকেল পৌনে ছয়টার দিকে বলেছিলেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছেন। রাষ্ট্রপতি যখনই সময় দেবেন বিরোধীদলীয় নেতা তখনই তার সঙ্গে সাক্ষাত করবেন। নির্বাচনকালীন মন্ত্রিসভায় সোমবার বিকেলে নতুন মন্ত্রী হিসেবে ছয়জন ও প্রতিমন্ত্রী হিসেবে দুজন শপথ নেন। এর কিছু সময় পরই খালেদা জিয়া এ সময় চেয়ে আবেদন করেন। জানা গেছে, দেশের চলমান রাজনৈতিক সংকট নিয়ে কথা বলতে খালেদা জিয়া রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top