সকল মেনু

তৃতীয় সমুদ্র বন্দর উদ্বোধন করবেন- প্রধানমন্ত্রী

 নিজস্ব প্রতিবেদক,বরিশাল, ১৯ নভেম্বর:  দেশের তৃতীয় সমুদ্র বন্দর ‘পায়রা বন্দর’ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে আজ মঙ্গলবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখারী ইউনিয়নের রাবনাবাদ চ্যানেলে চারিপাড়া এলাকায় এই সমুদ্র বন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পরে তিনি সেখানে সুধি সমাবেশে ভাষণ দেবেন। বেলা সাড়ে ১১টার দিকে হেলিকপ্টারযোগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় অবতরণ করবেন প্রধানমন্ত্রী। তিনি কলাপাড়া উপজেলায় পায়রা সমুদ্র বন্দর, মুক্তিযোদ্ধা কমেপ্লেক্স, পটুয়াখালী শিশু একাডেমি ও পটুয়াখালী সাব রেজিস্ট্রি অফিস উদ্বোধন করবেন। এছাড়াও কলাপাড়ায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম সেঁতু, কলাপাড়া আঞ্চলিক পাসপোর্ট অফিস, বাউফল উপজেলা থানা এবং কলাপাড়া উপজেলায় শের-ই-বাংলাদেশ নৌ জাহাজ (বানৌজা) ঘাঁটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। একইদিনে প্রধানমন্ত্রী পার্শ্ববর্তী বরগুনা জেলায় সার্ভার স্টেশন নির্মাণ, তালতলি উপজেলায় এসইএসডিপি নতুন মাধ্যমিক বিদ্যালয় নির্মাণ, বরগুনা সরকারি মহিলা কলেজের ৪র্থ তলা একাডেমি ভবন নির্মাণ এবং ট্যাংরাগিরি সংরক্ষিত বনাঞ্চলে ইকো-ট্যুরিজম সুযোগ বৃদ্ধিকরণ কাজ এর উদ্বোধন করবেন। উপজেলা কমপ্লেক্স, বরগুনা হাসপাতালকে ২৫০ শয্যায় রূপান্তরিত, বরগুনা-তালতলা-সোনাকাটা সড়ক উন্নয়ন, কারিগড়ি প্রশিক্ষণ কেন্দ্র, আমতলী থানা ভবন, গোলবুনিয়ায় প্রতিরক্ষামূলক কাজ, সংশ্লিষ্ট এলাকায় কালভার্ট গার্ডার ব্রিজ, সাইক্লোন সেল্টারেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top