সকল মেনু

বলিউডের ৫ বঙ্গকন্যাকে কলকাতায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা, ১৮ নভেম্বর : শেষ হলো কলকাতায় অনুষ্ঠিত ১৯তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সমাপ্তি অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হলো বলিউডের ৫ বঙ্গকন্যাকে। অনুষ্ঠানে এদের পরিচয় করিয়ে দেওয়া হয়েছে পঞ্চ-কন্যা নামে। পশ্চিমবঙ্গের যে নারী অভিনেত্রীরা বলিউড মাতিয়েছেন তাদের সেরা এই পঞ্চকন্যা। পঞ্চকন্যারা হলেন, মৌসুমী চট্টোপাধ্যায়, রানী মুখোপাধ্যায়, সুস্মিতা সেন, বিপাশা বসু ও কোয়েল মল্লিক।সংবর্ধনার উত্তরে পাঁচ বাঙালি কন্যাই প্রশংসা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে কলকাতাকেও ধন্যবাদ জানিয়েছেন তারা। কলকাতায় সায়েন্স সিটির মঞ্চে পঞ্চ-কন্যাকে উত্তরীয় পরিয়ে সংবর্ধিত করেন মমতা। সঙ্গে ছিলেন অভিনেত্রীদের বাবা-মাও। চলচ্চিত্র উৎসব শুরু হয়েছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আটদিন ধরে চলা এই চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে বিশ্বের ১৫৯টি ছবি। ১৯তম চলচ্চিত্র উৎসব ঘিরে তারকার হাট বসেছিল কলকাতায়। অমিতাভ বচ্চন থেকে শুরু করে শাহরুখ খান, কমল হাসান, মিঠুন চক্রবর্তী অনেকেই এসেছিলেন উৎসবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top