সকল মেনু

বাংলাদেশের কর ব্যবস্থা ও কর পার্থক্য বিশ্লেষেণ’র উপর ঝিনাইদহে গণ শুনানী

Jhenaidah_District_Map_Bangladesh-22 সিরাজুল ইসলাম মল্লিক(ঝিনাইদহ):  বুধবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের হলরুমে সুশাসনের জন্য প্রচারাভিযান সুপ্র জেলা কমিটির আয়োজনে “কর, বাংলাদেশের কর ব্যবস্থা ও কর পার্থক্য বিশ্লেষণ”র উপর গণ শুনানী অনুষ্ঠিত হয়। সরকারী নুরুন্নাহার মহিলা কলেজের অবঃ প্রাপ্ত উপাধ্যাক্ষ এন এম শাহজালাল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন ও এন.এস.আই ঝিনাইদহ ডি.ডি নাজিম উল্লাহ ।আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আমিনুর রহমান টুকু,ডাক্তার সাজ্জাদ হোসেন,আয়কর আইনজীবী সমিতির সভাপতি খোন্দকার মাহবুবুল আলম,উপজেলা শিক্ষা অফিসার মো: আকবর আলী।মূখ্য আলোচক হিসেবে আলোচনা করেন হরিনাকুন্ডু সরকারী লালন শাহ কলেজের সহকারী অধ্যাপক এহতেশামুল হক নতুন।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হরিশংকরপুর ইউপি চেয়ারম্যান বিকাশ কুমার বিশ্বাস,সুরাট ইউপি চেয়ারম্যান কবিরুল ইসলাম কেবি,সুপ্র জেলা কমিটির সেক্রেটারী শরিফা খাতুন,উন্নয়ন ধারার হায়দার আলী,সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নুরুন্নাহার কুসুম,তহুরা খাতুন,হাবিব মিয়া প্রমূখ। আলোচনা সভা পরিচালনা করেন সুপ্র জেলা কমিটির সেক্রেটারী শরিফা খাতুন।সার্বিক ভাবে সহযোগিতা করেন উই এর ডিসিএফ রাফেজা পারভীন (হাসি)। এসময় উপস্থিত ছিলেন প্রকল্প কর্মকর্তা রাশিদা খাতুন,ফিরোজা বেগম, উই এর প্রক্লপ সমন্বয়কারী ছাব্দার হোসেন ,কর্মসূচী সংগঠক আলেয়া পারভীন , প্রগ্রাম অর্গানায়জার জাহাঙ্গীর , কমিউনিটি অর্গানায়জার গোলক জোয়ার্দ্দার ,স্থানীয় জনপ্রতিনিধি,সাংবাদিকসহ ২শতাধিক গন্যমান্য ব্যাক্তিবর্গ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top