সকল মেনু

চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপি ও আ’লীগ মুখোমুখি সংঘর্ষ

সংঘর্ষ_3956_6535 নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর:   চাঁদপুরের হাজীগঞ্জে পাশাপাশি দু’টি স্থানে আ’লীগ ও বিএনপি সভা আহ্বান করায় ওই এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে এসব সমাবেশ অনুষ্ঠিত হবার কথা রয়েছে। বিল্পব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আগে থেকেই বিশ্বরোডে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ আহ্বান করে। কিন্তু বুধবার বিকেলে প্রায় একই স্থানে তরুণ লীগ সমাবেশ আহ্বান করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এখন সমাবেশের সময় যতই ঘনিয়ে আসছে ততই উত্তেজনা বাড়ছে। দু’দলেরই লোকজন বাজারে এসে সমবেত হতে শুরু করেছে। এর আগে গত ২৮ অক্টোবর ৬০ ঘন্টা হরতালের প্রথম দিনে হাজীগঞ্জে বিএনপি ও আ’লীগের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে হাজীগঞ্জ পৌর এলাকায় ৩০ অক্টোবর সন্ধ্যা ৬ টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছিল। কিন্তু ১৪৪ ধারা বঙ্গ করে বিএনপি মিছিল ও সমাবেশ করে। এর প্রেক্ষিতে ২৯ অক্টোবর রাতে আ’লীগ কর্মীরা স্থানীয় বিএনপি অফিস আগুন দিয়ে পুড়িয়ে দেয়। আজকের সমাবেশের ব্যাপরে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তারা জানান পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। দু’দলেরই নেতাদের সাথে আলাপ করে পরিষিÍতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। শেষ পর্যন্ত সমঝোতা না হলে ১৪৪ ধারা জারি করা হবে। এদিকে বিএনপি নেতা মমিনুল হক জানিয়েছেন, তারা সমাবেশ অনুষ্ঠানের ব্যাপারে অনঢ়। কারণ তারা সমাবেশের জন্য বহু আগে থেকেই প্রস্তুতি নিয়ে আসছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top