সকল মেনু

সিরাজগঞ্জে কালি মন্দিরের তিনটি প্রতিমা ভাংচুর

PROTIMA VANGCOR PHOTO 04-11-13 দিলীপ গৌর,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ  সিরাজগঞ্জ সদর উপজেলায় একটি কালি মন্দিরের তিনটি প্রতিমা ভাংচুর করেছে দুর্ব্যত্তরা। সোমবার বিকেলের কোন এক সময়ে উপজেলার শিয়ালকোল মহাশশ্বান কালি মন্দিরে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়সুত্রে জানা যায়, সোমবার দুপুর আড়াইটার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শ্যামপুরে শিয়ালকোল মহাশশ্বান কালি মন্দিরে পূজা অর্চনা করে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন। পরে সন্ধ্যায় প্রদীপ জ্বালাতে গিয়ে স্থানীয়রা দেখতে পায় মন্দিরের তিনটি কালি প্রতিমা ভাঙ্গা। পরে বিষয়টি পুলিশ, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে জানায় তারা। পরে রাত সাতটার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এ এস পি) সুভাস সাহা, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২এর স্পেশাল কোম্পানি কমান্ডার সহকারি পুলিশ সুপার (এ এস পি) অশোক পাল, সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক সন্তোষ কুমার কানু, সদর উপজেলা শাখার সভাপতি সঞ্জয় গৌর, শহর শাখার সভাপতি বিজয় দত্ত অলোক, যুগ্ন সম্পাদক দিলীপ গৌর, ছাত্র যুব  ঐক্যপরিষদের রিংকু কুন্ডু,সাংবাদিক অশোক ব্যানার্জী,স্থানীয় ইউপি সদস্য শহিদুল আলম ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২এর সিরাজগঞ্জ স্পেশাল কোম্পানি কমান্ডার সহকারি পুলিশ সুপার (এ এস পি) অশোক পাল জানান, সাম্প্রদায়িক সম্প্রিতি ধ্বংস করার জন্য অনাকাঙ্খিথ এই ঘটনা ঘটানো হয়েছে। যারা এর সাথে জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top