সকল মেনু

১৪ থেকে ১৬ নভেম্বর দেশব্যাপী সাংগঠনিক সফর করবে ১৪ দল

1383573299. হটনিউজ২৪বিডি.কম,৪ নভেম্বর :  আগামী ১৪ থেকে ১৬ নভেম্বর দেশব্যাপী টিম ভিত্তিক সাংগঠনিক সফর করবে কেন্দ্রীয় ১৪ দল। এছাড়াও আগামী ৯ নভেম্বর শনিবার পাবনার সাথিয়ায় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শন ও সেখানে প্রতিবাদ সমাবেশ করবে তারা।  সোমবার দুপুরে ১৪ দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। এসময় দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করে সংবিধান অনুযায়ী নির্বাচন করতে ১৪ দলের পক্ষ থেকে নির্বাচন কমিশন অনুনোধ করেন নাসিম। সংবাদ সম্মেলনে নাসিম বলেন, সংলাপ সংঘাত এক সঙ্গে চলতে পারে না। একদিকে গুলি চালাবেন, বোমাবাজি, নাশকতা সৃষ্টি করবেন আবার সংলাপও চাইবেন এটা হতে পারে না। সংলাপে আসতে হলে হরতাল প্রত্যাহার করেই আসতে হবে। সংলাপের ব্যাপারে আওয়ামী লীগের এখনো আগ্রহ আছে বলে জানান তিনি। হরতালে শিক্ষার্থীদের ক্ষতির প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, বিশ লাখেরও বেশি শিক্ষার্থী জেএসসি এবং জেএসডি পরীক্ষা দিচ্ছে। তাদের মনোবল নষ্ট করে দেবেন না। এই অমানবিক কর্মসূচি পরিহার করুন। যুদ্ধাপরাধীদের বিচারের রায়ের পর পাবনার সাথীয়ার হিন্দুদের ওপর হামলার প্রসঙ্গে তিনি বলেন, এর আগে আমরা রামু ও উখিয়ার ঘটনা প্রত্যক্ষ করেছি। যখন যুদ্ধাপরাধীর বিচারের রায় হচ্ছে, তখন একজন চিহ্নিত যুদ্ধাপরাধীর এলাকা পাবনার সাথীয়া উপজেলায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হচ্ছে মিথ্যা অজুহাত দিয়ে। এর থেকে আর বড় প্রতারণা আর কী হতে পারে। ডা. ওয়াজেদ ইসলাম খানের সভাপতিত্বে ১৪ দলের বৈঠকে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠানিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, বিএম মোজাম্মেল হক, আহমদ হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য সুরিজত রায় নন্দী, এ কে এম এনাহুল হক শামীম, জাসদের সাধারণ সম্পাদক শরিফ নুরুল আম্বিয়া, গণআজাদী লীগের এস কে শিকদার, ন্যাশনাল আওয়ামী পার্টির আবদূর রশিদ সরকার, গণতন্ত্রী পার্টির শহিদুল্লাহ শিকদার, ওয়ার্কাস পার্টির আনিসুর রহমান মল্লিক প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top