সকল মেনু

জয়পুরহাটে ‘শ্যামা পূজা’ ও ‘দীপাবলী উৎসব’ অনুষ্ঠিত

03.11.13  Joypurhate  Sama Puja 0000 এসএস মিঠু , জয়পুরহাট থেকে :  ব্যাপক উৎসাহ উদ্দীপনায় শনিবার রাত ১২টায় সনাতন হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসবÑ ‘কালি পূজা’ (‘শ্যামা পূজা’) ও রোববার দীপাবলী উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।উত্তরাঞ্চলের এ অঞ্চলের মাড়োয়ারী সম্প্রদায় ‘কালি পূজা’ ও ‘দীপাবলী উৎসব’ কে তাদের সর্ব বৃহৎ ধর্মীয় পূজোৎসব হিসেবে উদযাপন করে থাকে। এ উপলক্ষে  প্রতিটি মন্দির ও পূজা মন্ডপ এবং মাড়োয়ারী সম্প্রদায়ের ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা-বাড়ির প্রাঙ্গণ বর্নিল সাজে সাজানো হয়।  অপূর্ব বৈদ্যুতিক অলোকসজ্জা ছাড়াও সারি করে কলাগাছ পুঁতে তাতে প্রদীপ জ্বালিয়ে দীপাবলীর আয়োজন করা হয়।রাত ভর চলে শিশু সহ বিভিন্ন বয়সীদের পটকা ফাটানো ও চোখ ধাধানো আতশবাজির প্রতিযোগিতা।সেই সাথে তাদের বাসা-বাড়িতে চলে অতিথি আপ্যায়ন।কেবল হিন্দু কিংবা মাড়োয়ারী সম্প্রদায়েরই নয়Ñ মুসলমান বন্ধু-বান্ধবদেরও দাওয়াত করে খাওয়ানো হয় ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top