সকল মেনু

বিস্ময়কর শিশু..!

Bauphal-2 (2.11.13) মাত্র ৮ বছর বয়সেই কম্পিউটার চালনায় পারদর্শী হয়ে উঠেছেন কনক । পুরো নাম রিফাদ জামান। বাউফল দাশপাড়া মডেল সরকারী প্রাইমারী স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র সে। পড়ালেখার পাশাপাশি সুযোগ পেলেই কম্পিউটরের সামনে বসে যেত। প্রথমে মাউস নাড়াঁচাড়া। তারপর মিডিয়া প্লেয়ারে গান শোনা, ছবি দেখা, এমএস ওয়ার্ডে লেখাজোঁকা শুরু করে। এ ভাবে কম্পিউটারের প্রায় সব বিষয়ে নখদর্পনে চলে আসে তার। বর্তমানে কনক, ফটোসপ সিএস, ফটো আর্ট স্টুডিও, ফটো ফ্রেমশোসহ বিভিন্ন ভারশন দিয়ে কাজ করছেন। যেমন, ফটোসপের ফিলটার, ইফেক্ট, ইমেজ এ্যাডজাস্টমেন্ট,ইমেজ সাইজ, ইমেজ ক্যাপশন, এডিট ও এমিনেশন দক্ষতার সাথে করতে পারেন। এ ছাড়াও কনক প্লাগ ইন ব্যবহার করেন অন্যান্য কাজ করতে পারেন। কনক ইন্টানেটে ফেইসবুক লগন, ছবি ডাউনলোড কিংবা আপলোডও করতে পারেন। কনক, এখন ভিডিও এডিটিংয়ের কাজ শিখছেন। কম্পিউটরে এসব শেখার পিছনে তার কোন শিক্ষক ছিলনা। নিজের প্রচেষ্টায় এবং তার বাবাকে অনুসরন করেই এসব শিখেছেন তিনি। কনক দৈনিক জনকণ্ঠের বাউফলের নিজস্ব সংবাদদাতা কামরুজ্জামান বাচ্চুর একমাত্র সন্তান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top