সকল মেনু

জাটকা ইলিশ বিক্রির অপরাধে এক ব্যক্তির কারাদন্ড

 download (1) নিজস্ব সংবাদদাতা, বাউফল:  বাউফলে অবৈধ জাটকা ইলিশ বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালত মোজাম্মেলহক নামের (৩৫) এক ব্যক্তির ৫ হাজার টাকা জড়িমানা অনাদায় এক মাসের কারাদন্ড প্রদান করেছেন। জানাগেছে,  শনিবার সকালে মোজাম্মেল হক বগা বন্দরে তিন ঝুড়ি জাটকা ইলিশ বিক্রির সময় স্থানীয় ফাঁড়ির পুলিশ তাকে আটক করে। পরে বাউফলের ইউএনও এবিএম সাদিকুর রহমান ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে এ দন্ডাদেশ প্রদান করেন। মোজাম্মেল হকের বাড়ি বাউফলের কালাইয়া গ্রামে। তেতুঁলিয়া নদীর জেলেদের কাছ থেকে তিনি এ জাটকা ইলিশগুলো ক্রয় করে বিক্রির জন্য ওই বন্দরে নিয়ে আসেন। আটকৃত জাটকা ইলিশগুলো দুস্থ মানুষের মধ্যে বিতরণ করে দেয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top