সকল মেনু

বাংলাদেশে সহিংসতায় বান কি মুনের উদ্বেগ

xbankimon-0020131101095750.jpg.pagespeed.ic.-HMP1Nun2L হটনিউজ ডেস্ক রিপোর্ট, ঢাকা, ১ নভেম্বর:  আগামী জানুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। তিনি সবাইকে আইনের শাসনের প্রতি শ্রদ্ধা, শান্তিপূর্ণভাবে নিজের মত প্রকাশ করতে আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র এ কথা জানান। গত মাসের শেষ সপ্তাহে তিন দিনের হরতালে সহিংসতায় ১৫ জনেরও বেশি নিহত ও পুলিশসহ বহু সংখ্যক মানুষ আহত হওয়ার পর দেশের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব নিজের এই উদ্বেগের কথা জানালেন। সাম্প্রতিক সময়ে দুই নেত্রীর মধ্যে সংলাপের সম্ভাবনায় মুন আশাবাদী উল্লেখ করে তিনি সকল রাজনৈতিক দলকে এর জন্য সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করার আহ্বান জানান। দুই প্রধান দলকে সমঝোতায় আসতে জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে এর আগেও আহ্বান জানানো হয়েছিল। কয়েক মাস আগে দুই নেত্রীকে টেলিফোন করে কথাও বলেছেন তিনি। জাতিসংঘ মহাসচিবের ওই আহ্বানের পর চলমান ঘটনা প্রবাহে শেখ হাসিনা ও খালেদা জিয়া এক দফা টেলিফোনে কথা বলেছেন। তবে তাদের সেই সংলাপ এগিয়ে যাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে দুই নেত্রীর সংলাপের এই প্রক্রিয়া এগিয়ে যাবে এবং এর মধ্য দিয়ে বাংলাদেশে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ তৈরি হবে এমনটিই আশা প্রকাশ করেছেন বান কি মুন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top